হিরাপুর বিধানসভা কেন্দ্র

অধুনালুপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা কেন্দ্র
(হীরাপুর (বিধানসভা কেন্দ্র) থেকে পুনর্নির্দেশিত)

হিরাপুর বিধানসভা কেন্দ্র ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম বর্ধমান জেলার একটি বিধানসভা কেন্দ্র ছিল। এটি পশ্চিমবঙ্গ বিধানসভার ২৫৯ নং কেন্দ্র ছিল। বার্নপুর এলাকা সহ বিধানসভার এ নির্বাচনী এলাকাটি হীরাপুর পুলিশ থানার অন্তর্গত ছিল।

Hirapur
Vidhan Sabha constituency
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাপশ্চিম বর্ধমান
প্রতিষ্ঠার বছর১৯৫৭
বিলুপ্তির বছর২০১১
লোকসভা কেন্দ্রআসানসোল

হিরাপুর বিধানসভা কেন্দ্রটি যথাক্রমে আসানসোল পৌরসংস্থার ৯, ১৮, ২০, ৩৪ থেকে ৫০ ওয়ার্ডগুলি এবং আমড়াসোতা, এগরা, বল্লভপুর, জেমারি ও তিরাট গ্রাম পঞ্চায়েত গুলি রানিগঞ্জ সমষ্টি উন্নয়ন ব্লক নিয়ে গঠিত ছিল। হিরাপুর বিধানসভা কেন্দ্রটি আসানসোল লোকসভা কেন্দ্রের অংশ ছিল। ১৯৫৭ সালের বিধানসভা নির্বাচনের পূর্বে এ কেন্দ্রটি সৃষ্টি করা হয়েছিল। ২০১১ সালে ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের এক আদেশের ফলস্বরূপ হিরাপুরকে বিধানসভা কেন্দ্রকে বিধানসভার নির্বাচনী এলাকা হিসাবে বন্ধ করে দেওয়া হয়। ২০০৬ সালে এ কেন্দ্রে সর্বশেষ নির্বাচন হয়। এলাকাটি এখন আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রর অন্তর্গত।[১]

নির্বাচনী ফলাফল সম্পাদনা

২০০৬ পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনে হিরাপুর বিধানসভা কেন্দ্র থেকে ভারতের কমিউনিস্ট পার্টির (সিপিআই (এম)) অমিতভা মুখোপাধ্যায় বিজয়ী হয়েছিলেন, তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী মলয় ঘটকে পরাজিত করেছিলেন। বেশিরভাগ বছরের নির্বাচন গুলিতে বহু দলের বহু প্রার্থী একে অপরকে কোণঠাসা করেছিল, তবে কেবল বিজয়ী এবং নিকটতম বা দ্বিতীয় স্থান অর্জনকারী প্রার্থীদের উল্লেখ করা হচ্ছে। ২০০১ সালে নির্বাচনে সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের মলয় ঘটক স্বতন্ত্র প্রার্থী দিলীপ ঘোষকে পরাজিত করেছিলেন। ১৯৯৬ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের শ্যামাদাস বন্দ্যোপাধ্যায় ভারতীয় জনতা পার্টির মমতাজ হুসেনকে পরাজিত করেছিলেন। ১৯৯১ সালে জনতা পার্টির মমতাজ হুসেন কংগ্রেসের সুহ্রিদ বসু মল্লিককে পরাজিত করেছিলেন। ১৯৮৭ সালে কংগ্রেসের সুহ্রিদ বসু মল্লিক সিপিআই (এম) এর বামপাদা মুখার্জিকে পরাজিত করেছিলেন। ১৯৮২ সালে সিপিআই (এম) এর বামপদ মুখোপাধ্যায় কংগ্রেসের শিবদাস ঘটককে পরাজিত করেছিলেন। ১৯৭৭ সালে সিপিআই (এম) এর বামাপদ মুখোপাধ্যায় কংগ্রেসের সান্তিময় আইচকে পরাজিত করেছিলেন।[১]

১৯৭২ সালে, কংগ্রেসের সান্তিময় আইচ হীরাপুর আসনটি জিতেছিলেন। ১৯১১ এবং ১৯৬৯ সালে সিপিআই (এম) -এর বামপাড়া মুখার্জি আসনটিতে জয়ী হন। ১৯৬৭ সালে, কংগ্রেসের শিবদাস ঘটক এই আসনটি জিতেছিলেন। ১৯৬২ সালে, কংগ্রেসের ডাঃ গোপিকা রঞ্জন মিত্র এই আসনে জয়লাভ করেছিলেন। ১৯৫৭ সালে তাহের হোসেন (স্বতন্ত্র) আসনটি জিতেছিলেন। এর আগে বার্নপুর অঞ্চল আসানসোল বিধানসভা কেন্দ্রের অংশ ছিল।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Wayback Machine" (পিডিএফ)web.archive.org। ২০১০-০৯-১৮। Archived from the original on ২০১০-০৯-১৮। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০১