হিলদুর গুদনাদোত্তির
হিলদুর ইংভেলদারদোত্তির গুদনাদোত্তির (আইসল্যান্ডীয়: Hildur Guðnadóttir, হিলদ্যুর গ্যুদনাদৌত্তির; জন্ম ৪ সেপ্টেম্বর ১৯৮২) একজন আইসল্যান্ডীয় সঙ্গীতজ্ঞ ও সুরকার। ধ্রুপদী চেলোবাদক হিসেবে প্রশিক্ষিত গুদনাদোত্তির প্যান সোনিক, থ্রোবিং গ্রিস্টল, মাম ও স্ত্রোর্সভেইত নিক্স নল্টেস সঙ্গীত দলের সাথে চেলো বাজিয়ে থাকেন ও গান রেকর্ড করে থাকেন। তিনি অ্যানিমেল কালেক্টিভ এবং সুন ও সঙ্গীত দলের সাথে সঙ্গীত সফর করেছেন। তিনি এককভাবেও সুর সৃষ্টি করেছেন।
হিলদুর গুদনাদোত্তির Hildur Guðnadóttir | |
---|---|
প্রাথমিক তথ্য | |
জন্ম | রেইকিয়াভিক, আইসল্যান্ড | ৪ সেপ্টেম্বর ১৯৮২
ধরন | চলচ্চিত্রের সঙ্গীত |
পেশা |
|
বাদ্যযন্ত্র |
|
লেবেল | টাচ |
ওয়েবসাইট | hildurness |
হিলদুর চলচ্চিত্র ও টেলিভিশনে সুরারোপ করে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি অর্জন করেন। তার উল্লেখযোগ্য কাজগুলো হল মারপিটধর্মী উত্তেজনাপূর্ণ চলচ্চিত্র সিকারিও: ডে অব দ্য সোলদাদো (২০১৮) এবং এইচবিওর মিনি ধারাবাহিক চেরনোবিল (২০১৯)। চেরনোবিল-এ তার কাজের জন্য তিনি একটি প্রাইমটাইম এমি পুরস্কার, একটি বাফটা পুরস্কার ও একটি গ্র্যামি পুরস্কার অর্জন করেন। ২০১৯ সালে তিনি মনস্তাত্ত্বিক থ্রিলার চলচ্চিত্র জোকার-এর সুরারোপের জন্য শ্রেষ্ঠ মৌলিক সুর বিভাগে একাডেমি পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি এই কাজের জন্য শ্রেষ্ঠ মৌলিক সুর বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার[১] ও শ্রেষ্ঠ মৌলিক সঙ্গীত বিভাগে বাফটা পুরস্কার অর্জন করেন।[২][৩] তিনি এই তিনটি পুরস্কার বিজয়ী প্রথম একক নারী সুরকার।
কর্মজীবন
সম্পাদনা২০১৯ সালে তিনি টড ফিলিপস পরিচালিত মনস্তাত্ত্বিক থ্রিলার চলচ্চিত্র জোকার-এর সুরারোপ করেন।[৪] এই কাজের জন্য তিনি ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে প্রেমিও সাউন্ডট্র্যাক স্টার পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি শ্রেষ্ঠ মৌলিক সুর বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার,[৫] ও শ্রেষ্ঠ মৌলিক সঙ্গীত বিভাগে বাফটা পুরস্কার অর্জন করেন। ৯২তম একাডেমি পুরস্কার আয়োজনে তিনি শ্রেষ্ঠ মৌলিক সুর বিভাগে একাডেমি পুরস্কার অর্জন করেন।[৬] যার ফলে তিনি এই তিনটি পুরস্কার বিজয়ী প্রথম একক নারী সুরকার।[৭][৮][৯] এছাড়া তিনি অস্কার বিজয়ী প্রথম আইসল্যান্ডীয় ব্যক্তি।[১০]
গুদনাদোত্তির সারা পলি নির্মিত উইমেন টকিং (২০২২) চলচ্চিত্রে সুরারোপ করে শ্রেষ্ঠ মৌলিক সুর বিভাগে আরেকটি গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[১১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "'জোকার' জ্বরে গোল্ডেন গ্লোব ২০২০"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৬ জানুয়ারি ২০২০। ৭ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ কৌর, হারমিত। "The 'Joker' composer is the first solo woman to win a Golden Globe for best original score"। সিএনএন। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ "'Joker' composer Hildur Guðnadóttir is first solo female to win Best Original Music BAFTA"। ক্লাসিক এফএম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ "Hildur Gudnadottir to Score Todd Phillips' 'Joker' Origin Movie"। ফিল্ম মিউজিক রিপোর্টার। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২৩।
- ↑ "'জোকার' জ্বরে গোল্ডেন গ্লোব ২০২০"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৬ জানুয়ারি ২০২০। ৭ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ "অস্কার ২০২০: একনজরে পুরো বিজয়ী তালিকা"। বাংলা ট্রিবিউন। ১০ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২১।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ আসপ্রো, হেলেনা (৬ জানুয়ারি ২০২০)। "'Joker' composer Hildur Guðnadóttir is first woman to win 'Best Score' at Golden Globes"। ক্লাসিক এফএম। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২৩।
- ↑ "'Joker' composer Hildur Guðnadóttir is first solo female to win Best Original Music BAFTA"। ক্লাসিক এফএম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ উইলসন, জর্ডান (৯ ফেব্রুয়ারি ২০২০)। "Oscars: Hildur Gudnadóttir Becomes First Woman to Win Best Original Score"। দ্য হলিউড রিপোর্টার। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২৩।
- ↑ গুনারসন, ফ্রেয়ার গিজিয়া (১০ ফেব্রুয়ারি ২০২০)। "Hildur vann Óskarinn fyrst Íslendinga"। আরইউভি (আইসল্যান্ডীয় ভাষায়)। ১৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২৩।
- ↑ হাইপস, প্যাট্রিক; পেট্স্কি, ডেনিস (ডিসেম্বর ১২, ২০২২)। "Golden Globe Nominations: The Complete List"। ডেডলাইন হলিউড। ডিসেম্বর ১৫, ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২২।