হিমাংশু মোহন চৌধুরী

ভারতীয় বেসামরিক কর্মচারী যিনি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় শরণার্থী ও সেনা ত্

হিমাংশু মোহন চৌধুরী (১৯৪১[১] – ২৫ এপ্রিল ২০২৩)[২] ছিলেন একজন ভারতীয় বেসামরিক কর্মচারী যিনি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় শরণার্থী ও সেনা ত্যাগীদের ত্রাণ প্রদানের প্রচেষ্টার জন্য কৃতিত্বপ্রাপ্ত।[৩][৪] ভারতের সীমান্ত রাজ্য ত্রিপুরার সোনামুড়ায় সাব-ডিভিশনাল অফিসার হিসেবে কাজ করার সময়, চৌধুরী আড়াই লাখেরও বেশি শরণার্থীকে খাদ্য ও আশ্রয় দেওয়ার কাজটি তত্ত্বাবধান করেছেন বলে জানা গেছে।[৪] ১৯৭২ সালে ভারত সরকার তাকে চতুর্থ সর্বোচ্চ ভারতীয় বেসামরিক পুরস্কার পদ্মশ্রী দিয়ে সম্মানিত করেছিল।[৫] ত্রিপুরা থেকে প্রথম ব্যক্তি হিসেবে তিনি পদ্মশ্রী পুরস্কারটি পান।[২] বাংলাদেশ সরকার ২০১৩ সালে তাকে বাংলাদেশের অসামান্য বন্ধু সম্মানে ভূষিত করে। [৩][৪]

হিমাংশু মোহন চৌধুরী
জন্ম১৯৪১
মৃত্যু২৫ এপ্রিল ২০২৩
পেশাসিভিল কর্মচারী
পরিচিতির কারণ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় শরণার্থী ও সেনা ত্যাগীদের ত্রাণ প্রদানের প্রচেষ্টার জন্য কৃতিত্বপ্রাপ্ত
পুরস্কারপদ্মশ্রী
অসামান্য বন্ধু (বাংলাদেশের একটি উল্লেখযোগ্য পদক)

হিমাংশু মোহন চৌধুরী ত্রিপুরার রাজধানী আগরতলায় থাকতেন। তার বাবা সরোষী মোহন চৌধুরী আগরতলার একজন স্বনামধন্য চিকিৎসক ছিলেন। শ্রী চৌধুরী শক্তিশালী ব্রাহ্মণ্য শিকড় সহ পূর্ব বাংলা ঐতিহ্যের একটি যৌথ পরিবারে বেড়ে ওঠেন।[৬]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. পারিবারিক সূত্রে জন্মসাল ১৯৪১, দৈনিক সংবাদ, প্রথম পৃষ্ঠা, ২৮ এপ্রিল ২০২৩।
  2. ১ম পদ্মশ্রীপ্রাপক হিমাংশু মোহন চৌধুরী প্রয়াত, ২৬ এপ্রিল ২০২৩, প্রথম পৃষ্ঠা, দৈনিক সংবাদ
  3. "Ex-IAS officer gets Bangla honour"Hindustan Times। ১৬ মার্চ ২০১৩। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৫ 
  4. "Bangladesh honour for ex-IAS officer"The Hindu। ২৪ মার্চ ২০১৩। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৫ 
  5. "Padma Shri" (পিডিএফ)। Padma Shri। ২০১৫। ১৫ অক্টোবর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১৪ 
  6. "Tripura's first Padma Shri awardee, who looked after lakhs of refugees during 1971, passes away"Deccan Herald (ইংরেজি ভাষায়)। ২০২৩-০৪-২৬। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-৩০