হিন্দু সংহতি
হিন্দু সংহতি একটি ডানপন্থী হিন্দু জাতীয়বাদী সংগঠন। এটি ২০০৮ সালে তপন ঘোষ কর্তৃক প্রতিষ্ঠিত হয়। এর মূল লক্ষ্য বাঙালি হিন্দুদের সুরক্ষা। পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি জেলায় কার্যক্রম রয়েছে । সম্প্রতি আসাম ও ঝাড়খণ্ডে হিন্দু সংহতির কার্যক্রম বিস্তৃত হয়েছে।[১]
সংক্ষেপে | এইচএস |
---|---|
গঠিত | ১৪ ফেব্রুয়ারি ২০০৮ |
প্রতিষ্ঠাতা | তপন ঘোষ |
ধরন | সামাজিক ধর্মীয় সংগঠন |
আইনি অবস্থা | সক্রিয় |
সদরদপ্তর | কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত |
যে অঞ্চলে কাজ করে | ভারত |
দাপ্তরিক ভাষা | বাংলা |
সভাপতি | দেবতনু ভট্টাচার্য্য |
ওয়েবসাইট | www |
ইতিহাস
সম্পাদনাসংগঠনটি ২০০৮ সালের ফেব্রুয়ারীতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ থেকে বিচ্ছিন্ন হয়ে তপন ঘোষ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।[২] এটি বাঙ্গালী হিন্দুদের সুরক্ষায় বিশেষ দৃষ্টি দেয়।[৩]
এই সংগঠনটির বর্তমান সভাপতি দেবতনু ভট্টাচার্য্য। তিনি ২০১৩ সালে হিন্দু সংহতিতে যোগ দিয়েছিলেন ।
কার্যক্রম
সম্পাদনাসংহতি বাঙালি হিন্দুদের নিপীড়নের বিষয়ে একজন অধিবক্তা ও বাঙালি হিন্দুদের সুরক্ষা ও উন্নতির জন্য কাজ করে এবং প্রাকৃতিক দুর্যোগে সর্বসাধারণের জন্য ত্রাণ সহায়তা করে থাকে।[৪] এভাবে এটি পূর্ব ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গের সাথে আসাম এবং ঝাড়খণ্ডেও বিশিষ্টতা অর্জন করেছে।[৫]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Bengal Hindutva leader who took on RSS quits organisation he founded"।
- ↑ "Bengal Hindutva leader who took on RSS quits organisation he founded"। Hindustan Times (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৭-১১। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০২।
- ↑ "Tapan Ghosh's Hindu Samhati And Its Brand of Bengali Hindutva"। NewsClick (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৩-০৩। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০২।
- ↑ Chatterjee, Tanmay (২০২০-০৭-১২)। "করোনায় মৃত্যু হিন্দু সংহতির প্রতিষ্ঠাতা তপন ঘোষের"। Hindustantimes Bangla। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২২।
- ↑ "Hindu Samhati Silchar plans a massive rally on Mahalaya morning; To demonstrate in a detention camp-replica"। Barak Bulletin (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৯-২৬। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০২।