হিদেও নাকাতা

জাপানি চলচ্চিত্র পরিচালক

হিদেও নাকাতা (中田 秀夫 Nakata Hideo; জন্ম - ১৯ জুলাই, ১৯৬১) একজন জাপানি ব্যক্তি ও চলচ্চিত্রকার[১]

হিদেও নাকাতা
中田 秀夫
জন্ম (1961-07-19) ১৯ জুলাই ১৯৬১ (বয়স ৬২)
অন্যান্য নামনাকাদা হিদেও
পেশাচলচ্চিত্র পরিচালক

কর্মজীবন সম্পাদনা

নাকাতা জাপানের ওকাইয়ামা শহরে জন্মগ্রহণ করেন। তিনি জাপানিতে তৈরি এমন একাধিক ভয়াবহ চলচ্চিত্রের উপর কাজ করেন এবং তার কাজের জন্য পশ্চিমা দর্শকদের কাছে সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেন। তার উল্লেখ যোগ্য কিছু কাজের মধ্যে রয়েছে রিং (১৯৯৮), রিং ২ (১৯৯৯) এবং ডার্ক ওয়াটার (২০০২)। [২] এদের অনেকগুলোই পুনরায় আমেরিকায় তৈরি হয়েছে যেগুলো নামকরণ করা হয়েছিল দ্যা রিং (২০০২), ডার্ক ওয়াটার (২০০৫), এবং দ্যা রিং টু[৩]

নাকাতা ইংরেজি ভাষায় চলচ্চিত্র তৈরির জন্য পরিকল্পনা করেন। পরবর্তীতে তিনি ড্রিমওয়ার্কস থেকে দ্যা রিং টু (২০০৫) চলচ্চিত্রটি যা তিনি জাপানি ভাষায় করেছিলেন সেটি তৈরি করার প্রস্তাবনা পায়। নাকাতা এই প্রস্তাবনা গ্রহণ করেন এবং নিজের চলচ্চিত্রটি পুনরায় তৈরি করেন।

নাকাতার চলচ্চিত্রর মধ্যে রয়েছে স্লিপিং ব্রাইড (২০০০), কার্স, ডেথ্ এন্ড স্পিরিট এবং কেয়স (২০০০)। এছাড়াও জাপানে মনস্তাত্ত্বিক রোমাঞ্চ উপন্যাসের উপর তৈরি করেছেন দি ইনসাইড মিল[৪][৫] নাকাতা কে ইউনাইটেড ট্যালেন্টস এজেন্সির দ্বারা প্রতিনিধিত্ব করানো হয়। তার চলচ্চিত্র চ্যাটরুম, ২০১০ ক্যান্স ফিল্ম ফেস্টিভাল চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। [৬]

চলচ্চিত্রের তালিকা সম্পাদনা

  • কার্স,ডেথ্ এন্ড স্পিরিট (১৯৯২ ভিডিও) - পরিচালক
  • ডন্ট ল্যুক আপ (১৯৯৬) - পরিচালক, লেখক (গল্প)
  • তোকইয়ো বিইয়োরি (১৯৯৭) - অভিনেতা
  • রিং (১৯৯৮) - পরিচালক
  • জোসেফ লোসেয়: দ্যা ম্যান উইথ ফোর নেম্স (১৯৯৮) (তথ্যচিত্র) - পরিচালক, লেখক
  • রিং ২ (১৯৯৯) - পরিচালক, লেখক
  • স্লিপিং ব্রাইড (২০০০) - পরিচালক
  • কেয়স (২০০০) - পরিচালক
  • সোতোহিরো (২০০০) - পরিচালক
  • ডার্ক ওয়াটার (২০০২) - পরিচালক, লেখক (চিত্রনাট্য)
  • লাস্ট সিন (২০০২) - পরিচালক, প্রযোজক
  • দ্যা রিং টু (২০০৫) - পরিচালক
  • ডার্ক ওয়াটার (ইউ এস এ) (২০০৫) - লেখক
  • হিদেও নাকাতাস কাইদান (২০০৭) - পরিচালক
  • ডেথ্ নোট: এল, চেন্জ দ্যা ওয়ার্লড (২০০৭) - পরিচালক
  • চ্যাটরুম (২০১০) - পরিচালক
  • দ্যা সুইসাইড ফরেস্ট '(২০১২) - পরিচালক
  • দ্যা কমপ্লেক্স (2013) - পরিচালক
  • মন্সটার্য (২০১৪) - পরিচালক,
  • ওয়ার্লড উইথ গড (২০১৪)
  • গোস্ট থিয়েটার (2015)

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা