হাসান রেজা খান

ইসলামি ব্যক্তিত্ব ও কবি

হাসান রেজা খান (উর্দু: حسن رضا خان, জন্ম: ৪ রবিউল আউয়াল ১২৭৬ হিজরি বা ১ অক্টোবর ১৮৫৯ সাল - ২২ রমজান ১৩২৬ হিজরি বা ১৮ অক্টোবর ১৯০৮) কাদেরী বরকতী বেরলভী ছিলেন ইসলামের একজন সুপরিচিত ধর্মীয় বিদ্বান এবং কবি। তিনি ছিলেন ইমাম আহমদ রেজা খান কাদেরী বেরলভীর ছোট ভাই। তাঁর খ্যাতির অন্যতম কারণ হল না'তের উপর তাঁর রচিত লেখা "জাউক-এ-না'ত", শাহেনশাহে সোখান তাঁর অন্যতম উপাধি। []

হাসান রেজা খান
হাসান রেজা খানের মাজার
উপাধিউস্তাদে জামান, শাহেনশাহে সোখান
ব্যক্তিগত তথ্য
জন্ম৪ রবিউল আউয়াল ১২৭৬ হিজরী
১ অক্টোবর ১৮৫৯
মৃত্যু২২ রমজান ১৩২৬ হিজরী
১৮ অক্টোবর ১৯০৮
ধর্মইসলাম
জাতীয়তাভারতীয়
পিতামাতা
যুগআধুনিক যুগ
অঞ্চলদক্ষিণ এশিয়া
আখ্যাসুন্নি
ব্যবহারশাস্ত্রহানাফি
তরিকাকাদেরী
সম্পর্কআহমদ রেজা খান বেরলভী (বড় ভাই)
মুসলিম নেতা

মোহাম্মদ হাসান রেজা খান ১২৭৬ হিজরির ৪ রবিউল আউয়াল, ১ অক্টোবর ১৮৫৯ সালে ভারতের উত্তর প্রদেশের বেরেলী শরীফের সওদাগরা মহল্লায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হযরত নকী আলী খান।[]

শিক্ষা এবং আনুগত্য (বায়াত)

সম্পাদনা

তিনি তাঁর পিতা এবং বড় ভাই থেকে পড়াশোনা করেছিলেন। তিনি হযরত কুতুবুল এরশাদ, সিরাজ-উল-আউলিয়া সৈয়দ আবুল হাসান হোসাইন আহমদ নূরী কাদরী বরকতীর কাছে আনুগত্যের (বায়াত) অঙ্গীকার করেন এবং খেলাফতের সনদ অর্জন করেন। নাত আবৃত্তিতে তাঁর শিক্ষক মাওলানা আহমদ রেজা খান।

তার বিখ্যাত কয়েকটি বই:

  • জাউক-এ-না'ত
  • আয়না-এ-কিয়ামত
  • দ্বীন এ হাসান দার হাকিকত এ ইসলাম
  • বেসাল এ বখশিশ দার যিকরে কারামাত এ গাউসে আজম
  • নিগারিস্তান এ লাতাফাত দার যিকরে মিলাদ শরীফ
  • বে মওকা ফরিয়াদ কা জাওয়াব দার মাসলে কোরবানি

তার উল্লেখযোগ্য না'তসমূহ

সম্পাদনা
  • এ্যায় দ্বীন এ হক কে রেহবার তুম পার সালাম হার দম
  • বাগে জান্নাত মে নিরালি চামান আরাই হ্যায়
  • বয়ান হো কিস জুবান সে মর্তবা সিদ্দিক-এ-আকবর কা (মানকাবাত)
  • আজব রাঙ পার হ্যায় বাহারে মদিনা
  • তুমহারা নাম মুসিবত মে জব লিয়া হোগা

মৃত্যু

সম্পাদনা

তিনি জ্বরে ভুগছিলেন, তাই তিনি ২২ রমজান ১৩২৬ হিজরি ১৮ অক্টোবর ১৯০৮ সালে ৫০ বছর ছয় মাস বয়সে মৃত্যুবরণ করেন। আ'লা হযরত ইমাম আহমদ রেজা খান বেরলভী তার নামাজে জানাযার ইমামতি করেন। তাকে বেরেলি শরীফে তার মায়ের পাশে সমাহিত করা হয়।

সন্তান

সম্পাদনা

হাসান রেজা খানের তিন ছেলে:

  • মাওলানা হাকিম হোসাইন রেজা খান
  • মুফতি হাসনাইন রেজা খান
  • মাওলানা ফারুক রেজা খান

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Maulana Hasan Raza Khan Qadri Barelvi"। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "Hazrat Maulana Hasan Raza Khan Barelvi"ziaetaiba.com। সংগ্রহের তারিখ ৫ মে ২০২১ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]