হাবিলদার (চলচ্চিত্র)

হাবিলদার ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা চলচ্চিত্র। সিনেমাটি বাংলাদেশের সিমান্তে চোরা-চালান ও একজন সৎ পুলিশের জীবন নিয়ে তৈরি। সম্পূর্ণ সিনেমাটি নির্মিত হয় বাংলাদেশ মায়ানমার সীমান্তবর্তী অঞ্চল টেকনাফে। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন আশি ও নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়ক জসিম। এই ছবির একটি ব‌্যতিক্রমী বিষয় হলো- বাংলা চলচিত্রের ড‌্যাশিং খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল নায়কের চরিত্রে অভিনয় করেন। [১] এই ছবিতে ডিপজলকে ডিপু নামে পরিচয় করিয়ে দেন পরিচালক। এই সিনেমাটিতে খল নায়কের চরিত্রে অভিনয় করেন আহমেদ শরীফ। সিনেমাটির পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু

চলচ্চিত্রের পোস্টার

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Habildar (হাবিলদার) Bangla Sobi | Jasim | Dipjol | Natun | Lima | Danny | Ahmed Sharif | @SB Drama"funbangla.com.bd। ২০২২-০৩-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৩-০৮