হাবড়া
হাবরা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগণা জেলার একটি শহর ও পৌরসভা এলাকা।
হাবড়া হাবরা | |
---|---|
![]() হাবড়া শহরের ব্যস্ত যশোর রোড | |
স্থানাঙ্ক: ২২°৫০′ উত্তর ৮৮°৩৮′ পূর্ব / ২২.৮৩° উত্তর ৮৮.৬৩° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | উত্তর ২৪ পরগণা |
সরকার | |
• পৌরপ্রধান | প্রশাসক |
• এমএলএ(MLA) | জ্যোতিপ্রিয় মল্লিক |
আয়তন | |
• মহানগর | ২১.৮ বর্গকিমি (৮.৪ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• city | ১,৪৯,৬৭৫ |
• ক্রম | ৮ তম (পশ্চিমবঙ্গ) [১] |
• মহানগর | ৩,০৪,৫৮৪ |
ভৌগোলিক উপাত্তসম্পাদনা
শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২২°৫০′ উত্তর ৮৮°৩৮′ পূর্ব / ২২.৮৩° উত্তর ৮৮.৬৩° পূর্ব।[২] সমুদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ১৩ মিটার (৪২ ফুট)।
জনসংখ্যার উপাত্তসম্পাদনা
ভারতের ২০০১ সালের আদমশুমারি অনুসারে হাবড়া শহরের জনসংখ্যা হল ১২৭,৬৯৫ জন।[৩] এর মধ্যে পুরুষ ৫১% এবং নারী ৪৯%।
এখানে সাক্ষরতার হার ৭৯%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৮৩% এবং নারীদের মধ্যে এই হার ৭৪%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে হাবড়া এর সাক্ষরতার হার বেশি।
এই শহরের জনসংখ্যার ১০% হল ৬ বছর বা তার কম বয়সী।
২০১০ সালের জনগননা অনুযায়ী হাবড়া শহরের জনসংখ্যা ১,৪৯,৬৭৫ জন এবং বৃহত্তর হাবড়ার জনসংখ্যা ৩,০৪,৫৮৪ জন।
পরিবহন ব্যবস্থাসম্পাদনা
শহরটির মধ্যদিয়ে চলে গেছে ৩৫ নং জাতীয় সড়ক (ভারত)। এই সড়ক দ্বারা শহরটি কলকাতা,বারাসত,চাঁদপাড়া ও বনগাঁ শহর ও বাংলাদেশ সীমান্তের সঙ্গে যুক্ত।এছাড়া শহরটি হাবরা-নৈহাটি সড়ক দ্বারা নৈহাটির সঙ্গে যুক্ত।এই শহরের বাস টার্মিনাস থেকে কলকাতা,বারাসত,নৈহাটি শহরে বাস চলাচল করে।এছাড়া শহরটি থেকে নিউটাউন, কলকাতা,বিধাননগর,দক্ষিণেশ্বর,ব্যারাকপুর,হাওড়া,দীঘা,রানাঘাট,নগরউখড়া,বসিরহাট প্রভৃতি শহরের সঙ্গে বাস যোগাযোগ রয়েছে।
রেলপথসম্পাদনা
এই শহরের প্রধান রেল স্টেশন হল হাবরা রেলওয়ে স্টেশন।এই স্টেশন দ্বারা শহরটির সঙ্গে কলকাতা,বারাসত ও বনগাঁ শহরের মধ্যে রেল যোগাযোগ সম্পন্ন হয়।এছাড়া বৃহত্তর হাবড়ার আরও তিনটি রেল স্টেশন হল অশোকনগর রোড স্টেশন , গুমা ও বিড়া রেলওয়ে স্টেশন।
শিক্ষা প্রতিষ্ঠানসম্পাদনা
এই শহরে বহু মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।এছাড়া এখানে রয়েছে একাধিক উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়সম্পাদনা
- হাঠথুবা আদর্শ বিদ্যাপীঠ (উ:মা:)
- হাঠথুবা কালিবালা কণ্যা বিদ্যাপীঠ (উ: মা:)
- হাবড়া মডেল হাই স্কুল(উ:মা:)
- হাবড়া হাই স্কুল(উ:মা:)
- হাবড়া কামিনীকুমার গার্লস হাই স্কুল(উ:মা:)
- হাবড়া গার্লস হাই স্কুল(উ:মা:)
- জয়গাছি শ্যামাপ্রসাদ বিদ্যায়তন(উ:মা:)
- প্রফুল্লনগর বিদ্যামন্দির(উ:মা:)
- শ্রীনগর জুনিয়র হাই স্কুল(মা:)
- পূর্বাঞ্চল হাই স্কুল(উ:মা:)
- আক্রামপুর হাই স্কুল (উ:মা:)
- কামারথুবা বিবেকানন্দ বিদ্যাপীঠ
- কামারথুবা নিবেদিতা বিদ্যাপীঠ
মহাবিদ্যালয়সম্পাদনা
- শ্রীচৈতন্য মহাবিদ্যালয়
- হাবরা কমার্স কলেজ
- বানীপুর মহিলা মহাবিদ্যালয়
- বানীপুর আইটিআই
- হাবড়া বায়োকেমিক মেডিক্যাল কলেজ, প্রফুল্লনগর
শহরাঞ্চলসম্পাদনা
হাবরা শহরাঞ্চল বা বৃহত্তর হাবরা দুটি পৌরসভা একটি সেন্সাস টাউন ও কয়েটি গ্রাম নিয়ে গঠিত।পৌরসভা দুটি হল - হাবরা পৌরসভা ও অশোকনগর-কল্যাণগর পৌরসভা।সেন্সাস টাউনটি হল গুমা।
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "List of Largest cities in west bengal" (ইংরেজি ভাষায়)। world list mania। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য); - ↑ "Habra"। Falling Rain Genomics, Inc (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ অক্টোবর ৭, ২০০৬।
- ↑ "ভারতের ২০০১ সালের আদমশুমারি" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ অক্টোবর ৭, ২০০৬।
পশ্চিমবঙ্গের অবস্থান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |