হাজারদুয়ারী এক্সপ্রেস
হাজারদুয়ারী এক্সপ্রেস হল ভারতীয় রেলওয়ের শিয়ালদহ ডিভিশনের একটি মেল বা এক্সপ্রেস ট্রেন যেটি পশ্চিমবঙ্গের কলকাতার সাথে মুর্শিদাবাদ জেলাকে সংযুক্ত করে। মুর্শিদাবাদের বিখ্যাত পর্যটনকেন্দ্র হাজার দুয়ারী প্রাসাদের নামে এই ট্রেনটির নাম রাখা হয়েছে। এটি ঘণ্টায় ৪৩ কিমি বেগে একদিনে ২২৩ কিলোমিটার অতিক্রম করে।
২০০৯ খ্রিস্টাব্দের ৭ ফেব্রুয়ারি কলকাতায় তৎকালীন অর্থ ও বিদেশমন্ত্রী শ্রী প্রণব মুখার্জি এই ট্রেনের শুভ সূচনা করেন ।[১]
সংক্ষিপ্ত বিবরণ | |||||
---|---|---|---|---|---|
পরিষেবা ধরন | সুপারফাস্ট এক্সপ্রেস/ মেল | ||||
প্রথম পরিষেবা | ৭ ফেব্রুয়ারি ২০০৯কলকাতায় প্রণব মুখার্জী দ্বারা) | (||||
বর্তমান পরিচালক | পূর্ব রেলওয়ে | ||||
যাত্রাপথ | |||||
শুরু | কলকাতা (KOAA) | ||||
বিরতি | ১০ | ||||
শেষ | কৃষ্ণপুর(অস্থায়ীভাবে) (KRP) | ||||
ভ্রমণ দূরত্ব | ২২৩ কিমি (১৩৯ মা) | ||||
যাত্রার গড় সময় | ৪ ঘণ্টা ৩০ মিনিট | ||||
পরিষেবার হার | দৈনিক | ||||
রেল নং | ১৩১১৩/১৩১১৪ | ||||
যাত্রাপথের সেবা | |||||
শ্রেণী | দ্বিতীয় শ্রেণি (2S), বাতানুকূলিত চেয়ার কার(CC), অসংরক্ষিত কামরা (GN) | ||||
আসন বিন্যাস | হ্যাঁ | ||||
ঘুমানোর ব্যবস্থা | না | ||||
খাদ্য সুবিধা | অন-বোর্ড ক্যাটারিং | ||||
পর্যবেক্ষণ সুবিধা | ICF coaches | ||||
বিনোদন সুবিধা | নেই | ||||
কারিগরি | |||||
গাড়িসম্ভার | ২ | ||||
ট্র্যাক গেজ | ১,৬৭৬ মিলিমিটার (৫ ফুট ৬ ইঞ্চি) | ||||
পরিচালন গতি | ৬৫ কিমি/ঘ (৪০ মা/ঘ), হল্টসমূহকে ধরে | ||||
|
সুবিধা
সম্পাদনাঅগ্রিম ৬০ দিন আগে এই ট্রেনের জন্য আসন সংরক্ষণ করা যায়। এতে সর্বমোট একটি বাতানুকূল শয়নকক্ষ, দুটি দ্বিতীয় শ্রেণির বসার কক্ষ ও ছ'টি সাধারণ বসার কক্ষ ছাড়াও গার্ডম্যানের কামরা তথা লাগেজ ব্রেক ভ্যান থাকে। এতে কোন প্যান্ট্রি কক্ষ থাকে না।
থামার স্থান
সম্পাদনা- কলকাতা (KOAA)
- ব্যারাকপুর (BP)
- রানাঘাট জংশন (RHA)
- কৃষ্ণনগর সিটি জংশন (KNJ)
- বেথুয়াডহরী (BTY)
- পলাশী (PLY)
- বেলডাঙা (BEB)
- বহরমপুর কোর্ট (BPC)
- মুর্শিদাবাদ (MBB) [২]
- জিয়াগঞ্জ (JJG)
- ভগবানগোলা (BQB)
- লালগোলা (LGL)
সময়
সম্পাদনা- ১৩১১৩ হাজারদুয়ারী এক্সপ্রেস কলকাতা রেলওয়ে স্টেশন থেকে রোজ সকাল ৬:৫০ এ ছেড়ে বেলা ১২:০০ টায় লালগোলা পৌছায়।
- ১৩১১৪ হাজারদুয়ারী এক্সপ্রেস লালগোলা ছাড়ে বিকেল ৪:১০ এ এবং কলকাতা স্টেশনে পৌছায় সেইদিন রাত্রি ৯:২৫ এ।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "শুরুর দিন"। Indianrailinfo।
- ↑ http://enquiry.indianrail.gov.in/ntes/ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৪ মার্চ ২০১৬ তারিখে "ওয়েবসাইট"।