হাজরাবাড়ী পৌরসভা

জামালপুর জেলার একটি পৌরসভা

হাজরাবাড়ী পৌরসভা বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার মেলান্দহ উপজেলার অন্তর্গত একটি পৌরসভা

হাজরাবাড়ী পৌরসভা
স্থানীয় সরকার
ইতিহাস
শুরু২০১৬ খ্রিষ্টাব্দ
নির্বাচন
এফপিটিপি
সর্বশেষ নির্বাচন
২ নভেম্বর,২০২২
সভাস্থল
হাজরাবাড়ী পৌরসভা কার্যালয়
ওয়েবসাইট
প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

[১][২] পৌরসভাটি ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয় কিন্তু এর করা হয় ২০১৭ সালের ৩০ এপ্রিল। পৌরসভাটির প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ২০২২ সালের ২ নভেম্বর।

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

 বিদ্যালয়
  • আদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম ব্রাক্ষণপাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়
  • হাজরাবাড়ী দারুল উলম কওমী মাদ্রাসা
  • আল আবরার আয়েশা সিদ্দিকা (রা.) মহিলা মাদ্রাসা
  • এ ওয়ান কিন্ডারগার্টেন
  • হাজরাবাড়ী কিন্ডারগার্টেন
  • ফজলুল হক আবির মডেল হাই স্কুল
  • হাজরাবাড়ী পৌর আদর্শ বিদ্যালয়
  • জামালুল কুরআন নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা, বির
 আদিয়ার পাড়া ।

জনপ্রতিনিধি সম্পাদনা

বর্তমান মেয়র- শামসুজ্জামান সুরুজ

পৌরসভার ওয়ার্ডসমূহ সম্পাদনা

  • ১ নং ওয়ার্ড - গুজামানিকা (আংশিক), ঢালুয়াবাড়ী ২য় খণ্ড (আংশিক),  কোনামালঞ্চ (আংশিক)
  • ২ নং ওয়ার্ড - ঢালুয়াবাড়ী ১ম খণ্ড (পূর্ণ), ঢালুয়াবাড়ী ২য় খণ্ড (আংশিক)। কোনামালঞ্চ (আংশিক)
  • ৩ নং ওয়ার্ড - ব্রাহ্মণপাড়া (আংশিক)  
  • ৪  নং ওয়ার্ড - ব্রাহ্মণপাড়া (আংশিক)  
  • ৫ নং ওয়ার্ড - দিলালেরপাড়া (আংশিক), চর আদিয়ারপাড়া (আংশিক)
  • ৬ নং ওয়ার্ড - দিলালেরপাড়া উত্তরে (আংশিক), বীর আদিয়ারপাড়া
  • ৭ নং ওয়ার্ড - গোরমাপাড়া, হাজরাবাড়ী
  • ৮ নং ওয়ার্ড - জগৎপাট্টা, কোনামালঞ্চ (আংশিক),  কড়ইচড়া
  • ৯ নং ওয়ার্ড - পশ্চিম ফুলকোচা, পাহাড়ীপটল (আংশিক), চিনাশুকারপাড়া।

দর্শনীয় স্থান সম্পাদনা

  • গীতিকার নজরুল ইসলাম বাবু সেতু (দাঁত ভাঙ্গা ব্রিজ)
  • হাজরাবাড়ী উচ্চ বিদ্যালয় (১৯২৬) ও
  • পশ্চিম হাজরাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়। (১৯২৬)
  • হাজরাবাড়ী কেন্দ্রীয় শহিদ মিনার।

হাট বাজার সম্পাদনা

  • হাজরাবাড়ী পৌর বাজার।
  • ব্রাহ্মণপাড়া আমতলা সকাল বাজার।
  • গুজামানিকা বাজার।
  • বানিয়াবাজার দিলালের পাড়া

তথ্যসূত্র সম্পাদনা

  1. "হাজরাবাড়ী পৌরসভার বাজেট ঘোষণা"The Daily Sangram। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৯ 
  2. "হাজরাবাড়ী পৌরসভার বাজেট ঘোষণা"মানবজমিন। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৯