হাঙ্গেরীয় ফুটবল ফেডারেশন

(হাঙ্গেরি ফুটবল ফেডারেশন থেকে পুনর্নির্দেশিত)

হাঙ্গেরীয় ফুটবল ফেডারেশন (হাঙ্গেরীয়: Magyar Labdarúgó Szövetség, ইংরেজি: Hungarian Football Federation; এছাড়াও সংক্ষেপে এমএলএসজেড এবং এইচএফএ নামে পরিচিত) হচ্ছে হাঙ্গেরির ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯০১ সালের ১৯শে জানুয়ারি তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৬ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৫৩ বছর পর ১৯৫৪ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অবস্থিত।[২][৩]

হাঙ্গেরীয় ফুটবল ফেডারেশন
উয়েফা
প্রতিষ্ঠিত১৯ জানুয়ারি ১৯০১; ১২৩ বছর আগে (1901-01-19)[১]
সদর দপ্তরবুদাপেস্ট, হাঙ্গেরি
ফিফা অধিভুক্তি১৯০৭[১]
উয়েফা অধিভুক্তি১৯৫৪
সভাপতিহাঙ্গেরি সান্দোর চানি
সহ-সভাপতিহাঙ্গেরি সান্দোর বের্জি
ওয়েবসাইটwww.mlsz.hu

এই সংস্থাটি হাঙ্গেরির পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২১ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে নেমজেতি বয়নকশাগ এবং মাগিয়ার কুপার মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে হাঙ্গেরীয় ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন সান্দোর চানি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন মার্তোন ভাগি। জিয়র্জি সেপেসি ১৯৭৮ সাল হতে ১৯৮৬ সাল পর্যন্ত হাঙ্গেরীয় ফুটবল ফেডারেশনের সভাপতি ছিলেন।[৪]

কর্মকর্তা সম্পাদনা

৪ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান নাম
সভাপতি সান্দোর চানি
সহ-সভাপতি সান্দোর বের্জি
সাধারণ সম্পাদক মার্তোন ভাগি
কোষাধ্যক্ষ তামাস গুদ্রা
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক মার্তোন দিনিয়েস
প্রযুক্তিগত পরিচালক রবের্ত বারজি
ফুটসাল সমন্বয়কারী পিটার কোভাচ
জাতীয় দলের কোচ (পুরুষ) মার্কো রসি
জাতীয় দলের কোচ (নারী) এদিনা মার্কো
রেফারি সমন্বয়কারী গিওঙ্গি গাল

অর্জন সম্পাদনা

জাতীয় দল
জাতীয় যুব দল

বিভাগ সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ৮ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২০ 
  2. Veronika Gulyas। "Hungary's Soccer Tsar to Strike Current System"WSJ 
  3. "A kick at regaining Hungary's football glory"। ২৯ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৯ 
  4. "Dr. Gyorgy Szepesi"। Jewishsports.net। আগস্ট ১৮, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ৩, ২০১১ 

বহিঃসংযোগ সম্পাদনা

টেমপ্লেট:হাঙ্গেরীয় ফুটবল ফেডারেশন