হরি কিষণ (ইংরেজি: Hari Kishan) (১৯০৮ - ৬ জুন ১৯৩১) ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী। পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন সভায় গভর্নরের উপর গুলি করার জন্য ১৯৩১ সনের ৯ জুন তার ফাঁসি হয়।[১]

হরি কিষণ

তথ্যসূত্র সম্পাদনা

  1. ত্রৈলোক্যনাথ চক্রবর্তী, জেলে ত্রিশ বছর, পাক-ভারতের স্বাধীনতা সংগ্রাম, ধ্রুপদ সাহিত্যাঙ্গন, ঢাকা, ঢাকা বইমেলা ২০০৪, পৃষ্ঠা ২৭৯।