হরিয়ান ইউনিয়ন

রাজশাহী জেলার পবা উপজেলার একটি ইউনিয়ন

হরিয়ান ইউনিয়ন বাংলাদেশের রাজশাহী বিভাগের রাজশাহী জেলার পবা উপজেলার একটি ইউনিয়ন। এ ইউনিয়নের ভৌগোলিক পরিচিতি কোড (জিও কোড) হল ৫৫.৭৩.৩৬.।[২]

হরিয়ান
ইউনিয়ন
৮ নং হরিয়ান ইউনিয়ন পরিষদ
ডাকনাম: হরিয়ান ইউপি
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলারাজশাহী জেলা
উপজেলাপবা উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আসনরাজশাহী-
আয়তন
 • মোট৯৩.৩৩ বর্গকিমি (৩৬.০৩ বর্গমাইল)
 ২০১১ আদমশুমারি অনুসারে
জনসংখ্যা (২০১১ আদমশুমারি অনুসারে)[১]
 • মোট২৪,৫৬০
 • জনঘনত্ব২৬০/বর্গকিমি (৬৮০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৪৬.৭%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৬২১১ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

ইতিহাস সম্পাদনা

ভৌগোলিক অবস্থান ও আয়তন সম্পাদনা

পবা উপজেলা সদর হতে পূর্ব দিকে অবস্থিত এ ইউনিয়নের মোট আয়তন ২৩,০৬২ একর (প্রায়)[১] বা ৯৩.৩৩ বর্গকিলোমিটার। ইউনিয়নে মোট গৃহব্যবস্থাপনার সংখ্যা ৫,৯৫২টি।

প্রশাসনিক এলাকা সম্পাদনা

হরিয়ান ইউনিয়ন ১৬ মৌজা/গ্রাম নিয়ে গঠিত। মৌজা সমুহ ১১টি প্রশাসনিক ওয়ার্ডে বিভক্ত। গ্রামসমূহ হলঃ

  1. রণহাট
  2. ছোট মল্লিকপুর
  3. বড় মল্লিকপুর
  4. কুখন্ডি
  5. নলখোলা
  6. কাজিরপাড়া
  7. সূচারণ
  8. হরিয়ান দহপাড়া
  9. কিসমত কুখন্ডি
  10. কালিয়াপাড়া
  11. হাজরাপুকুর

জনসংখ্যা সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী হরিয়ান ইউনিয়নের মোট জনসংখ্যা ছিল ২৪,৫৬০ জন[১], যারা ৫,৯৫২টি পরিবারে বসবাস করে, যার মধ্যে পুরুষ হল ১২,৪৮৮ জন এবং নারী হল ১২,০৭২ জন। ৫-৯ বছর বয়সী মোট ২,৬৪৬ জন রয়েছে, এদের মধ্যে পুরুষ ১,৩১০ জন এবং মহিলা ১,৩৩৬ জন। ১০-১৪ বছর বয়সী মোট জনসংখ্যা ২,৬৩৫ জন, যার মধ্যে পুরুষ ১,৪৩৫ জন এবং মহিলা ১,২০০ জন। ১৮ এবং তদুর্ধে মোট জনসংখ্যা ১৫,৮৫৮ জন, পুরুষ ৭,৮৯৩ জন এবং মহিলা ৭,৯৬৫ জন।‌ ১৫-৪৯ বছর বয়সী মোট বিবাহিত মহিলা ৬,২৬৫ জন।

শিক্ষা ও সংস্কৃতি সম্পাদনা

হরিয়ান ইউনিয়নে কলেজ ২টি, মাধ্যমিক বিদ্যালয় ২টি, নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ২টি, সরকারী প্রাথমিক বিদ্যালয় ৫টি এবং গড় সাক্ষরতা হার ৪৬.৭%। তার মধ্যে নারী শিক্ষার হার ৪৩.৪% এবং পুরুষ শিক্ষার হার ৪৯.৮%। এখানকার গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেঃ

  • হরিয়ান সরকারী প্রাথমিক বিদ্যালয়
  • কুখন্ডি সরকারী প্রাথমিক বিদ্যালয়
  • নলখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়
  • কাজিরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়
  • সূচারণ সরকারী প্রাথমিক বিদ্যালয়
  • এমআরকে উচ্চ বিদ্যালয়
  • এমআরকে কলেজ
  • রাজশাহী চিনিকল উচ্চ বিদ্যালয়

অর্থনীতি ও যোগাযোগ সম্পাদনা

হরিয়ান ইউনিয়নের অর্থনীতি মূলত কৃষি নির্ভর।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "৪"। Population & Housing Census-2011 [আদমশুমারি ও গৃহগণনা-২০১১] (পিডিএফ) (প্রতিবেদন)। জাতীয় প্রতিবেদন (ইংরেজি ভাষায়)। ভলিউম ২: ইউনিয়ন পরিসংখ্যান। ঢাকা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। মার্চ ২০১৪। পৃষ্ঠা ৪১১। ৯ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৭ 
  2. "Rajshahi Division" (পিডিএফ)www.bbs.portal.gov.bd (ইংরেজি ভাষায়)। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৭ 

বহিঃসংযোগ সম্পাদনা