হরিপুর ইউনিয়ন, হরিপুর
হরিপুর ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
হরিপুর ইউনিয়ন, হরিপুর | |
---|---|
ইউনিয়ন | |
স্থানাঙ্ক: ২৫°৫১′১৪″ উত্তর ৮৮°০৯′৫৩″ পূর্ব / ২৫.৮৫৪০° উত্তর ৮৮.১৬৪৮° পূর্ব | |
Country | ![]() |
Division | রংপুর বিভাগ |
আয়তন | |
• মোট | ১৫ বর্গকিমি (৬ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২০,৬৯৪ |
সময় অঞ্চল | BST (ইউটিসি+6) |
ওয়েবসাইট | http://haripurup.thakurgaon.gov.bd/ |
আয়তন
সম্পাদনাহরিপুর ইউনিয়নের আয়তন ৩০.৬৫ বর্গ বর্গ কিলোমিটার। এই ইউনিয়নে মোট ৩৩২৬টি পরিবার আছে।। এখানে গ্রামের সংখ্যা ১৫ টি, মৌজার সংখ্যা ১৫ টি, এবং হাট/বাজার সংখ্যা ০৪ টি। এই ইউনিয়নের গ্রামগুলোর নাম হচ্ছে হরিপুর, দনগাঁও, কাড়িগাঁও, কুশগাঁও, ভবানন্দপুর, তিনুয়া, মিনাপুর, জীবনপুর, দেহট্ট, খোলড়া, তোররা, বসলগাঁও, বালিহারা, মশানগাঁও এবং ভগবানপুর।[১]
অবস্থান
সম্পাদনাহরিপুর ইউনিয়নের পূর্ব ও পশ্চিমে ভারত সীমান্ত রয়েছে এবং এই ইউনিয়নের উত্তরে ডাঙ্গীপাড়া ইউনিয়ন ও দক্ষিণে ভারত সীমান্ত অবস্থিত।[১]
প্রশাসনিক এলাকা
সম্পাদনাইতিহাস
সম্পাদনাজনসংখ্যার উপাত্ত
সম্পাদনাবাংলাদেশের ১৯৯১ সনের আদমশুমারি অনুসারে হরিপুর ইউনিয়নর জনসংখ্যা ১৭,০৭২ জন।[২] ২০১১ সালের আদম শুমারি অনুযায়ী জনসংখ্যা ২০৬৯৪ জন (প্রায়)।[১] হরিপুর ইউনিয়নের সাক্ষরতার হার হচ্ছে ২৭.৭%। বাংলাদেশের সাক্ষরতার হারহান ৩২.৪%।
শিক্ষা
সম্পাদনাশিক্ষার প্রতিষ্ঠানের মধ্যে কলেজঃ ০৪টি, উচ্চ বিদ্যালয়ঃ ০৬টি, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ঃ ০১টি, মাদ্রাসা- ০৬ টি, সরকারি প্রাথমিক বিদ্যালয় ০৮টি এবং বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয় আছে ০৬টি।[১]
সংগঠন সমূহ
সম্পাদনাসামাজিক সংগঠন
সম্পাদনা- "আমরা হরিপুর উপজেলা বাসী" ফেসবুক গ্রুপ ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন
- অক্সিজেন
- মিনাপুর যুবশক্তি স্বেচ্ছাসেবী সংগঠন
গণ-পাঠাগার
সম্পাদনা- অক্সিজেন জ্ঞান সমৃদ্ধ কেন্দ্র
নারী সংগঠন
সম্পাদনা- নারীমুক্তি
যুব সংগঠন
সম্পাদনা- অক্সিজেন ইয়ুথ ফোরাম
- মিনাপুর যুবশক্তি স্বেচ্ছাসেবী সংগঠন
অর্থনীতি
সম্পাদনাআম, কাঁঠাল, জাম, কলা এখানকার ফসলি উদ্ভিদ। এখানে দেখা যায়, ধুতুরা, নিম ইত্যাদি ঔষধি উদ্ভিদ।
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সম্পাদনানদীসমূহ
সম্পাদনাহরিপুর ইউনিয়নে দুইটি নদী রয়েছে। সেগুলো হচ্ছে নাগর নদী এবং লোনা নদী।
চিত্তাকর্ষক স্থান
সম্পাদনা- পুরাতন জমিদার বাড়ি বা রাজবাড়ী হচ্ছে এই ইউনিয়নের একটি দর্শনীয় স্থান। হরিপুর উপজেলা পরিষদের কাছে হরিপুর নতুন বাজারের কাছে পুরাতন জমিদার বাড়ি বা রাজবাড়ী অবস্থিত। মিনাপুর চা বাগান,মিনাপুর বড় দীঘি । [১]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ ঙ "এক নজরে ৫নং হরিপুর ইউনিয়ন পরিষদ"। http://haripurup.thakurgaon.gov.bd। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৫।
|প্রকাশক=
এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] - ↑ "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)"। সংগ্রহের তারিখ জুলাই ২। অজানা প্যারামিটার
|accessyear=
উপেক্ষা করা হয়েছে (|access-date=
ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে) (সাহায্য); এখানে তারিখের মান পরীক্ষা করুন:|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)
বহিঃসংযোগ
সম্পাদনাএই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |