হইচই আনলিমিটেড

অনিকেত চট্টোপাধ্যায় পরিচালিত ২০১৮-এর চলচ্চিত্র
(হবে রে হইচই থেকে পুনর্নির্দেশিত)

হইচই আনলিমিটেড (বাংলা অনুবাদ:হইচই সীমাহীন) অনিকেত চট্টোপাধ্যায় পরিচালিত একটি আসন্ন বাংলা কমেডি চলচ্চিত্র। ছবিটি প্রযোজনা করছে দেব এন্টারটেনমেন্ট ভেনচারস এবং এই চলচ্চিত্র দেব, পূজা ব্যানার্জি, কৌশানী মুখোপাধ্যায়, রোজা পারমিতিতা দে, খরাজ মুখোপাধ্যায় এবং শাশ্বত চট্টোপাধ্যায় প্রধান ভূমিকাগুলিতে অভিনয় করেছেন। প্রাথমিকভাবে দৃশ্য ধারণ কলকাতার স্থানগুলিতে সম্পন্ন হয় এবং ছবির বেশিরভাগ দৃশ্য ধারণ উজবেকিস্তানে হয়েছে। [] এই চলচ্চিত্র বাংলা, হিন্দি, ইংরেজি এবং অনেকগুলি আন্তর্জাতিক ভাষা সহ মুক্তি পাবে। এই চলচ্চিত্রটি রাশিয়া, তাজিকিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান, ইউক্রেন এবং আজারবাইজানে মুক্তি পাবে।[]

হইচই আনলিমিটেড
হইচই আনলিমিটেড চলচ্চিত্রের পোস্টার
পরিচালকঅনিকেত চট্টোপাধ্যায়
প্রযোজকদেব
গুরুপদ অধিকারী
রচয়িতাঅনিকেত চট্টোপাধ্যায়
কাহিনিকারঅনিকেত চট্টোপাধায়
শ্রেষ্ঠাংশেদেব
কৌশানী মুখোপাধ্যায়
শাশ্বত চট্টোপাধ্যায়
রজতাভ দত্ত
খরাজ মুখোপাধ্যায়
সুদীপ্তা চক্রবর্তী
কনীনিকা বন্দ্যোপাধ্যায়
বিশ্বজিৎ চক্রবর্তী
মানসী সিনহা
অর্ণ মুখোপাধ্যায়
সায়ন্তনী গুহঠাকুরতা
সুরকারস্যাভি গুপ্ত
প্রযোজনা
কোম্পানি
মুক্তি১২ অক্টোবর ২০১৮
দেশভারত
ভাষাবাংলা

অভিনয়ে

সম্পাদনা

ছবির কাহিনি আবর্তিত হয়েছে চার নায়ক ও পাঁচ নায়িকাকে কেন্দ্র করে। এক বড় শিল্পপতির ঘরজামাই উত্তীয়(দেব)। তার স্ত্রী(কৌশানি) অতি রক্ষণশীল। সর্বক্ষণ পুজোপাঠ নিয়ে ব্যস্ত, আর এটাই উত্তীয়ের জীবনের সমস্যার কারণ। প্রোমোটার বিজন(খরাজ)-এর আবার দুই স্ত্রী। কিন্তু কেউই আবার কারও অস্তিত্বের কথা জানে না। এই দুই স্ত্রীর চরিত্রে দেখা যাবে কনীনিকা ও মানসী সিনহাকে। পাছে বিজনের এই দুই স্ত্রী একে অন্যের বিষয়ে জানতে পেরে যান তাই সর্বক্ষণ দুশ্চিন্তায় ভোগে বিজন, রিটায়ার্ড ফ্লাইট লেফটেন্যান্ট অনিমেষ চাকলাদার(শাশ্বত) অবিবাহিত। তার জীবনে সমস্যার এক অন্যতম কারণ এক গুন্ডা(সুদীপ্তা)। সে মাঝেমধ্যেই বাড়ি এসে বাড়িটা তাকে লিখে দিতে বলে। আজম খান (অর্ণ) গ্যারাজ মেকানিক। তার স্ত্রী অভিনেত্রী হতে চায়। এই চরিত্রে রয়েছেন রোজা পারমিতা দে। আজমলের স্ত্রী মনে করে এই কালিঝুলি মাখা মানুষটি তার বর হওয়ার উপযুক্ত নয়। প্রত্যেকেই নিজেদের জীবনে অবসাদে ভোগে। এমতাবস্থায় তারা উজবেকিস্তানে বেড়াতে যায়। সেখানে গিয়ে তাদের সঙ্গে আলাপ হয় গাইড ললিতা ঝুরঝুরোস্কির(পূজা বন্দ্যোপাধ্যায়)-র সঙ্গে।[]

সঙ্গীত

সম্পাদনা
হইচই আনলিমিটেড
 
Savvy গুপ্ত
কর্তৃক অ্যালবাম
মুক্তির তারিখ২৭ অগাস্ট ২০১৮
ঘরানাচলচ্চিত্রের গান
ভাষাবাংলা
সঙ্গীত প্রকাশনীদেব এন্টারটেনমেন্ট ভেনচার
হইচই আনলিমিটেড চলচ্চিত্রের গান থেকে একক গান
  1. "সুজন মাঝি রে"
    মুক্তির তারিখ: ২৭ অগাস্ট ২০১৮
নং.শিরোনামগীতিকারসুরকারগায়কদৈর্ঘ্য
১."সুজন মাঝি রে"রাজা চন্দস্যাভি গুপ্তঅভিজিৎ ভট্টাচার্য০৩:২৮
২."হবে রে হইচই"ঋদ্ধিস্যাভি গুপ্তমিকা সিং, মধুবন্তি বাগচি, র্যাপ: মল্লিক শাব০৩:১০

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Hoichoi Unlimited' new poster: Dev's funny avatar will make"। Times of India। ১৮ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০১৮ 
  2. "রাজ কাপুরের পর ভারতীয় ছবিকে গর্বিত করলেন দেব"। bengali.mahanagar24x7.com। ৪ জুলাই ২০১৮। ৫ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০১৮ 
  3. "Sayantani Guhathakurta joins 'Hoichoi Unlimited' cast - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-১১ 
  4. "উজবেকিস্তানে 'হইচই' বাঁধাতে তৈরি দেব-মিমি"। Sangbad Pratidin। ২৯ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা