হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট

বাংলাদেশের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট

হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশের একটি কারিগরী শিক্ষাপ্রতিষ্ঠান। এই পলিটেকনিক ইনস্টিটিউটটি ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি ২ (দুই) একর জমির উপর দক্ষিণমুখী।[]

হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট
ধরনসরকারী পলিটেকনিক ইনস্টিটিউট
স্থাপিত২০০৫
অধ্যক্ষমোহসিনুর রহমান (ভারপ্রাপ্ত)[]
অবস্থান,
২৪°১৯′৫৩″ উত্তর ৯১°২৬′৩৪″ পূর্ব / ২৪.৩৩১৪১৮° উত্তর ৯১.৪৪২৮১৯° পূর্ব / 24.331418; 91.442819
শিক্ষাঙ্গনশহুরে
২ একর (০.৮১ হেক্টর)
অধিভুক্তিবাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড
ওয়েবসাইটhpi.gov.bd
মানচিত্র

অবস্থান

সম্পাদনা

ধুলিয়াখাল হতে মিরপুর, শ্রীমঙ্গল রাস্তার উত্তর পার্শ্বে অবস্থিত। প্রতিষ্ঠানটি হবিগঞ্জ সদর মডেল থানার ৫নং গোপায়া ইউনিয়নের নূরপুর (উত্তর) মৌজার অর্ন্তগত। প্রতিষ্ঠানের দূরত্ব হবিগঞ্জ জেলা শহর হতে প্রায় ৫ কিঃ মিঃ এবং শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন হতে প্রায় ১০ কিঃ মিঃ।[]

ইতিহাস

সম্পাদনা

প্রতিষ্ঠানটির ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় ২৭ অক্টোবর ২০০২ সালে (১২ই কার্তিক ১৪০৯ বঙ্গাব্দ) এবং একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে ১৭ সেপ্টেম্বর ২০০৫ সালে।[]

ক্যাম্পাস

সম্পাদনা

প্রযুক্তি

সম্পাদনা
  1. সিভিল
  2. স্থাপত্য ও অভ্যন্তরীণ নকশা
  3. কম্পিউটার
  4. ইলেক্ট্রনিক্স

ছাত্রাবাস

সম্পাদনা

ইনস্টিটিউটে সরকারি ছাত্রাবাস না থাকলেও ইনস্টিটিউটের আশেপাশে অনেক ব্যক্তি মালিকানাধীন ছাত্রাবাস রয়েছে। যেখানে দেশের অন্যান্য জেলা থেকে আগত শিক্ষার্থীরা অবস্থান করে শিক্ষা গ্রহণ করতে পারে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "বাংলাদেশের সরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা"। টেক এডু সরকারি ওয়েবসাইট। 
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৫ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০২০ 

বহিঃসংযোগ

সম্পাদনা