হানিফা-কায়রাপরী

(হনিফা ও কয়রাপরী থেকে পুনর্নির্দেশিত)

হানিফা-কয়রাপরী শাহ বারিদ খানের অন্যতম রচনা।[১] এটি জঙ্গনামা জাতীয় যুদ্ধকাব্য হলেও প্রেমকাহিনির জন্য তা রোমান্টিক প্রণয়োপাখ্যানের পর্যায়ভুক্ত। কবির কাব্যটি খণ্ডিত আকারে পাওয়া গেছে বলে কাব্যের নাম নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছে। ড. আহমদ শরীফ কাব্যের নামকরণ করেছেন 'হানিফার দিগ্বিজয়, ড. মুহম্মদ এনামুল হক 'হানিফা ও কায়ারাপরী' নাম ব্যবহার করেছেন। হযরত আলী পুত্র মুহম্মদ হানিফা কাহিনির নায়ক।

তথ্যসূত্র সম্পাদনা