স্লাভীয় ভাষাসমূহ
(স্লাভীয় ভাষা থেকে পুনর্নির্দেশিত)
স্লাভীয় ভাষাসমূহ বা স্লাভোনীয় ভাষাসমূহ (Slavic languages or Slavonic languages) ইন্দো-ইউরোপীয় ভাষাসমূহের একটি উপশাখা এবং স্লাভীয় জনগোষ্ঠীর মুখের বিভিন্ন ভাষার সমষ্টিগত নাম। মূলত পূর্ব ইউরোপ, বলকান, কেন্দ্রীয় ইউরোপ ও এশিয়ার কিছু অংশে এই ভাষাগুলো ব্যবহার হয়।
স্লাভীয় | |
---|---|
ভৌগোলিক বিস্তার | সমগ্র পূর্ব ইউরোপ জুড়ে |
ভাষাগত শ্রেণীবিভাগ | ইন্দো-ইউরোপীয়
|
উপবিভাগ |

যেসমস্ত দেশে একটি পশ্চিম স্লাভীয় ভাষা জাতীয় ভাষা
যেসমস্ত দেশে একটি পূর্ব স্লাভীয় ভাষা জাতীয় ভাষা
যেসমস্ত দেশে একটি দক্ষিণ স্লাভীয় ভাষা জাতীয় ভাষা

শাখা
সম্পাদনাভাষাবিজ্ঞানীরা স্লাভীয় ভাষাগুলিকে তিনটি প্রধান শাখায় ভাগ করেছেন:
- পূর্ব স্লাভীয়: রুশ, ইউক্রেনীয়, বেলারুশ, ইত্যাদি ভাষা
- পশ্চিম স্লাভীয়, যেগুলি নিচের উপশাখায় বিভক্ত:
- চেক এবং স্লোভাক,
- ঊর্ধ্ব সর্বীয় ভাষা ও নিম্ন সর্বীয় ভাষা (জার্মানিতে ব্যবহৃত সংখ্যালঘু ভাষা),
- লেখিতীয় ভাষাসমূহ: পোলীয় , পোমেরানীয়/কাশুবীয় এবং বর্তমানে লুপ্ত পোলাবীয় ভাষা।
- দক্ষিণ স্লাভীয়, যেগুলি নিচের উপশাখায় বিভক্ত:
- পশ্চিমী উপদল: স্লোভেনীয়, বসনীয়-ক্রোয়েশীয়-সার্বীয় দল (ক্রোয়েশীয়, বসনীয় এবং সার্বীয়; এগুলোর একটি বুঝতে পারলে বাকিগুলোও বোঝা যায়), ইত্যাদি।
- পূর্বী উপদল: বুলগেরীয় এবং ম্যাসিডোনীয় (এগুলোর একটি বুঝতে পারলে অন্যটিও বোঝা যায়)।