স্মরণজিৎ চক্রবর্তী

ভারতীয় লেখক

স্মরণজিৎ চক্রবর্তী বর্তমান বাংলা সাহিত্যের এক উল্লেখযোগ্য লেখক। তরুণ তরুণীদের মধ্যে তিনি ভীষণ জনপ্রিয়। কবিতা দিয়ে তার লেখালিখির শুরু। প্রথম ছোটগল্প প্রকাশিত হয় 'উনিশ কুড়ি' পত্রিকার প্রথম সংখ্যায়। প্রথম উপন্যাস 'পাতাঝরার মরশুমে'। তার সৃষ্ট এক অনবদ্য চরিত্র অদম্য সেন। তার শখ বলতে কবিতা, বই, মুভিজ আর ফুটবল।[]

স্মরনজিৎ চক্রবর্ত্তী
স্থানীয় নাম
স্মরনজিৎ চক্রবর্ত্তী
জন্ম (1976-06-19) ১৯ জুন ১৯৭৬ (বয়স ৪৮)
বাটানগর, পশ্চিমবঙ্গ, ভারত
পেশালেখক, কবি, ব্যবসায়ি
ভাষাবাংলা
জাতীয়তাভারতীয়
ধরনকাল্পনিক
বিষয়সাহিত্য

স্মরণজিৎ চক্রবর্তীর জন্ম ১৯ জুন,১৯৭৬ কলকাতায়। বর্তমানে তিনি দক্ষিণ কলকাতার বাসিন্দা। তিনি পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত আছেন।

শিক্ষা

সম্পাদনা

স্মরণজিৎ চক্রবর্তী নঙ্গী হাইস্কুল থেকে উচ্চ-মাধ্যমিক পাশ করে ইঞ্জিনিয়ারিং-এ ভর্তি হন। কিন্তু কিছুদিন পর পড়া ছেড়ে দেন। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক হন।

উপন্যাস ও কবিতা তালিকা

সম্পাদনা
  • উপন্যাস তালিকা*

এখানে সাল দেওয়া হয়েছে প্রথম প্রকাশ কালের অর্থাৎ যখন প্রথম প্রকাশ হয়েছিল (কোনো পত্রিকাতে, বইয়ের আকারে নয়)।

  • কবিতা তালিকা*
  • পরিগন্ধের শহর
  • মনখারাপের সমস্ত বন্ধুকে
  • দেবতার চিলেকোঠা (২০১৮)
  • নীল-হলুদ মাফলারের কাছে (২০১৮)
  • একটা জীবন তোমায় ছাড়া (২০২০)
  • সারাজীবনের মতো (২০২০)
  • নিজেকে বোঝাই নিস্পৃহ (২০২১)
  • চার প্রহরের কবিতা (২০২১)
  • যেটুকু আমার নয় (২০২২)

ছোট গল্প/বড় গল্প/উপন্যাস সংকলন

সম্পাদনা
  • উনিশ কুড়ির প্রেম(২০০৮)
  • অদম্য(২০১৩)
  • অদম্য২(২০১৬)
  • অদম্য ৩ (২০১৯)
  • প্রেমের উনিশ কুড়ি(২০১৬)

কিশোর উপন্যাস/বড় গল্প তালিকা

সম্পাদনা
  • ওয়ারেন দাদুর ধাঁধাবাক্স(২০১৬)
  • অতল জলের বন্ধ(২০১৬)
  • সাদা সোনার দেশে(2020)
  • নিঃসঙ্গ প্রহরী(2021)

তথ্যসূত্র

সম্পাদনা
  1. বাগচী, সিজার (১৫ এপ্রিল, ২০১৭)। "এই সময়ের লেখক"। আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ 26 নভেম্বর 2017  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)