স্বাস্থ্য অর্থনীতি ইউনিট

স্বাস্থ্য অর্থনীতি ইউনিট বাংলাদেশের স্বাস্থ্য অর্থনীতি খাতে সরকারকে নীতিগত পরামর্শ দান ও সুপারিশের দায়িত্বে নিয়োজিত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন একটি নিয়ন্ত্রক সংস্থা।[][][]

স্বাস্থ্য অর্থনীতি ইউনিট
গঠিত১৯৯৪
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
যে অঞ্চলে কাজ করে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলা, ইংরেজি
ওয়েবসাইটheu.gov.bd

ইতিহাস

সম্পাদনা

১৯৯৪ সালে সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে চতুর্থ জনসংখ্যা ও স্বাস্থ্য প্রকল্প চালু হয়। ১৯৯৭ সালে প্রকল্পের আওতায় জাতীয় স্বাস্থ্য হিসাব খোলা হয়। এর অধীনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইন্সটিটিউটও প্রতিষ্ঠিত হয়। ১৯৯৮ থেকে ২০০৩ সালে সরকার প্রকল্পটিকে নীতিগত গবেষণা ইউনিটে রূপান্তরিত করা হয়। নীতিগত গবেষণা ইউনিটের তিনটি শাখা ছিল, যথাক্রমে স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, মানব সম্পদ উন্নয়ন ইউনিট এবং লিঙ্গ, এনজিও ও স্টেকহোল্ডার পার্টিসিপেশন ইউনিট। ২০০২ সালে সরকার স্বাস্থ্য অর্থনীতি ইউনিট এবং লিঙ্গ, এনজিও ও স্টেকহোল্ডার পার্টিসিপেশন ইউনিটকে একীভূত করে স্বাস্থ্য ও অর্থনীতি ইউনিট গঠন করে। মানব সম্পদ উন্নয়ন ইউনিটকে মন্ত্রণালয়ের প্রশাসনিক শাখার সাথে একীভূত করা হয়।[][]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "HEU"heu.gov.bd। ৫ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৯ 
  2. "World Health Organization, Bangladesh National Health Accounts, an overview on the public and private expenditures in health sector"SEARO। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৯ 
  3. "For a better future"The Daily Star (ইংরেজি ভাষায়)। ৭ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৯ 
  4. "HEU"heu.gov.bd। ৫ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৯ 
  5. "Nat'l strategy for quality healthcare launched"The Daily Star (ইংরেজি ভাষায়)। ৩ জুলাই ২০১৫। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৯