স্বামী শিবানন্দ (যোগী)
স্বামী শিবানন্দ (৮ আগস্ট ১৮৯৬) সালে বাংলাদেশের, হবিগঞ্জ জেলা, বাহুবল উপজেলার, হরিতলা গ্রামে। একজন ভারতীয় যোগী সন্ন্যাসী এবং ১২৬(২০২২সাল পর্যন্ত) বছরের স্বামী ডক্টর শিবানন্দ পৃথিবীর সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি।[১]
স্বামী ডক্টর শিবানন্দ | |
---|---|
ব্যক্তিগত তথ্য | |
জন্ম | ৮ আগস্ট ১৮৯৬ সিলেট বিভাগ, বাংলা প্রদেশ, ব্রিটিশ ভারত (বর্তমান বাংলাদেশের, সিলেট বিভাগ, হবিগঞ্জ জেলা, বাহুবল উপজেলার, হরিতলা গ্রাম।) |
ধর্ম | হিন্দুধর্ম |
জাতীয়তা | ![]() ![]() |
কাজ | যোগ গুরু |
দর্শন | ভগবান |
সম্মান | পদ্মশ্রী |
প্রারম্ভিক জীবনসম্পাদনা
জন্ম ১৮৯৬ সালের ৮ আগস্ট হবিগঞ্জের বাহুবল উপজেলার হরিতলা গ্রামে। পিতা শ্রীনাথ গোস্বামী মাতা ভগবতি দেবী। মা, বাবা, কয়েক বছরের বড় দিদি আরতি সহ দ্বারে দ্বারে ভিক্ষা করে জীবন ধারণ করতেন। চরম দারিদ্র্যতার কারণে ৪ বছর বয়সে উনাকে নবদ্বীপের বিখ্যাত সন্যাসী স্বামী ওঙ্কারানন্দর কাছে দিয়ে দিয়ে দেন। এর দুই বছর পর, যখন তার বয়স ৬ বছর, তিনি সন্যাসীর সাথে বাড়ীতে ফিরে এসে শুনেন দিদি না খেতে পেয়ে মারা গেছেন। বাড়ীতে আসার ৭ দিন পর মা-বাবা একই দিনে মারা যান। তিনি স্বামী ওঙ্কারানন্দের সাথে পিতা-মাতার শ্রাদ্ব শেষ করে ১৯০১ সালে নবদ্বীপ গমন করেন। বিদেশি অনুরাগীদের আমন্ত্রণে তিনি ইংল্যান্ড, গ্রিস, ফ্রান্স, স্পেন, অস্ট্রিয়া, ইতালি, হাঙ্গেরি, রাশিয়া, পোল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, জার্মানি, বুলগেরিয়া, যুক্তরাজ্যসহ অর্ধশতাধিক দেশ সফর করেছেন।[২]
শিক্ষাসম্পাদনা
১৯০১ সালে ভারতবর্ষের নবদ্বীপ গমন করেন ও সেখানে পড়াশোনা শুরু করেন। পরবর্তীতে তিনি কলকাতা মেডিক্যাল কলেজ থেকে এম বি এস পাশ করেন। ১৯২৫ সালে তিনি বিলেত যাত্রা করেন সেখান থেকে পিএইছ ডি ডিগ্রি লাভ করেন।
অর্জনসম্পাদনা
যোগব্যায়ামের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য স্বামী শিবানন্দ ২০২২ সালের মার্চ মাসে ভারত সরকারের(নরেন্দ্র মোদি) নিকট হতে ভারতের সর্বোচ্চ পদ্মশ্রী পদক পান।[২][৩][৪]
সাধনাসম্পাদনা
ভারতের বারানসিতে বসবাসরত চিরকুমার স্বামী শিবানন্দ মানব সেবাই যার ব্রত। উনার কোন রোগ নেই, উনি স্বল্পহারী, তৈলাক্ত খাবার, দুধ, ফল এড়িয়ে চলেন। চশমা ছাড়াই পড়তে পারেন। ভক্তদের দেয়া টাকা পয়সা উনি গ্রহণ করেননা।প্রতিদিন যোগ ব্যায়াম করেন। বারানসিতে (কাশি) উনার এক ভক্তের দেয়া ফ্ল্যাট উনি ছেড়ে দিয়েছেন বাংলাদেশ থেকে যাওয়া পুনার্থীদের জন্য। সেখানে এক মাস থাকা- খাওয়া ফ্রি।
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "Swami Sivananda receives Padma Shri award, know more about yoga legend's life, diet and daily routine"। zeenews.india.com। সংগ্রহের তারিখ ২০২২-০৩-২৪।
- ↑ ক খ আনন্দ, ওয়েব ডেস্ক, এবিপি (২০২২-০৩-২২)। "Swami Sivananda : পদ্ম পুরস্কার নিতে গিয়ে ভাইরাল ১২৫ বছরের স্বামী শিবানন্দের ভিডিও, কে ইনি ?"। bengali.abplive.com। সংগ্রহের তারিখ ২০২২-০৩-২৪।
- ↑ "Padma Shri Swami Sivananda: শতায়ু পদ্মশ্রী স্বামী শিবানন্দের ফিট থাকার রহস্য"। Kolkata TV। ২০২২-০৩-২২। সংগ্রহের তারিখ ২০২২-০৩-২৪।
- ↑ "১২৫ বছরে পদ্মশ্রী লাভ,সিলেটে জন্মগ্রহণকারী স্বামী শিবানন্দর দীর্ঘায়ুর রহস্য কী?"। News18 Bengali। ২০২২-০৩-২২। সংগ্রহের তারিখ ২০২২-০৩-২৪।