স্পোর্টস ক্লাব হেরেনভেন

স্পোর্টস ক্লাব হেরেনভেন (ওলন্দাজ উচ্চারণ: [ˈspɔrtklɵp ˌɦeːrə(n)ˈveːn]; সাধারণত এসসি হেরেনভেন অথবা শুধুমাত্র হেরেনভেন (ওলন্দাজ উচ্চারণ: [ˌɦeːrə(n)ˈveːn]) নামে পরিচিত) হচ্ছে হেরেনভেন ভিত্তিক একটি ওলন্দাজ পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে নেদারল্যান্ডসের শীর্ষ স্তরের ফুটবল লীগ এরেডিভিজিতে খেলে। এই ক্লাবটি ১৯২০ সালের ২০শে জুলাই তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। হেরেনভেন তাদের সকল হোম ম্যাচ হেরেনভেনের আবে লেন্সট্রা স্টাডিওনে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ২৬,৪০০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন জনি জানসেন এবং সভাপতির দায়িত্ব পালন করছেন কেস রোজেমন্ড। ওলন্দাজ মধ্যমাঠের খেলোয়াড় হিশাম ফাইক এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

হেরেনভেন
পূর্ণ নামস্পোর্টস ক্লাব হেরেনভেন
ডাকনামডে সুপারফ্রিজেন (সুপার ফ্রিসীয়)
ফেন
প্রতিষ্ঠিত২০ জুলাই ১৯২০; ১০৩ বছর আগে (1920-07-20)
মাঠআবে লেন্সট্রা স্টাডিওন
ধারণক্ষমতা২৬,৪০০[১]
সভাপতিকেস রোজেমন্ড
ম্যানেজারজনি জানসেন
লিগএরেডিভিজি
২০১৯–২০১০ম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট

ঘরোয়া ফুটবলে, হেরেনভেন এপর্যন্ত ৩টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি এরেডিভিজি শিরোপা, ১টি টুয়েডে ডিভিজি এবং ১টি কেএনভিবি কাপ শিরোপা রয়েছে।

অর্জন সম্পাদনা

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা