স্পার্টা রটার্ডাম

স্পার্টা রটার্ডাম (ওলন্দাজ উচ্চারণ: [ˈspɑrtaː ˌrɔtərˈdɑm]; সাধারণত শুধুমাত্র রটার্ডাম (ওলন্দাজ উচ্চারণ: [ˌrɔtərˈdɑm]) নামে পরিচিত) হচ্ছে রটার্ডাম ভিত্তিক একটি ওলন্দাজ পেশাদার ফুটবল ক্লাব।[] এই ক্লাবটি বর্তমানে নেদারল্যান্ডসের শীর্ষ স্তরের ফুটবল লীগ এরেডিভিজিতে খেলে। এই ক্লাবটি ১৯৮৮ সালের ১লা এপ্রিল তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। স্পার্টা রটার্ডাম তাদের সকল হোম ম্যাচ রটার্ডামের হেট কাস্টিলে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১১,৯২৬। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন হেঙ্ক ফ্র্যাসার এবং সভাপতির দায়িত্ব পালন করছেন লেও রাইস। ওলন্দাজ মধ্যমাঠের খেলোয়াড় আদিল আউয়াসার এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

স্পার্টা রটার্ডাম
পূর্ণ নামস্পার্টা রটার্ডাম
ডাকনামডে কাস্টিলহেরেন
(দুর্গ প্রভু)
ডে রুড-উইট গ্লাডিয়াটোরেন
(লাল-সাদা মল্লযোদ্ধা)
প্রতিষ্ঠিত১ এপ্রিল ১৮৮৮; ১৩৬ বছর আগে (1888-04-01)
মাঠহেট কাস্টিল (দুর্গ)
রটার্ডাম
ধারণক্ষমতা১১,৯২৬
সভাপতিলেও রাইস
ম্যানেজারহেঙ্ক ফ্র্যাসার
লিগএরেডিভিজি
২০১৯–২০১১তম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট

ঘরোয়া ফুটবলে, স্পার্টা রটার্ডাম এপর্যন্ত ২০টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৬টি এরেডিভিজি শিরোপা, ১টি ইরস্টে ডিভিজি শিরোপা, ১০টি ইরস্টে ক্লাসে, ৩টি কেএনভিবি কাপ শিরোপা রয়েছে।

ঘরোয়া

সম্পাদনা

অন্যান্য

সম্পাদনা
  • রটার্ডাম ইস্টার টুর্নামেন্ট
    • রানার-আপ (২): ১৯৩৪, ১৯৪৮[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Sparta Rotterdam"transfermarkt.com (ইংরেজি ভাষায়)। transfermarkt। সংগ্রহের তারিখ ৫ মে ২০২০ 
  2. http://www.rsssf.com/tabless/spartapasen34-48.html

বহিঃসংযোগ

সম্পাদনা