স্নেহা উল্লাল

ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী

স্নেহা উল্লাল হলেন একজন সদ্য বিদায়ী ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী যিনি যিনি সাধারণত বলিউড এবং টলিউড চলচ্চিত্রে অভিনয় করে থাকেন। তিনি তেলুগু চলচ্চিত্র উল্লাসামগা উতসাহামগা, সিমবা এবং বলিউড চলচ্চিত্র লাকি: নো টাইম ফর লাভ চলচ্চিত্রের জন্য সুপরিচিত।

স্নেহা উল্লাল
Sneha Ullal
স্নেহা কাশ... মেরে হোতে এর মহরত অনুষ্ঠানে
জন্ম (1987-12-18) ১৮ ডিসেম্বর ১৯৮৭ (বয়স ৩৬)
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০০৫–২০১৫

ব্যক্তিগত জীবন ও শিক্ষা সম্পাদনা

স্নেহা উল্লাল ওমানের মাস্কটে জন্মগ্রহণ এবং ভারতের হায়দ্রাবাদে প্রতিপালিত হন; যেখানে তিনি ম্যাঙ্গালোর, কর্ণাটকের তুলু ভাষী পিতা এবং একজন সিন্ধি ভাষী মায়ের ঘরে প্রাথমিক শিক্ষালাভ করেন।[১][২] তিনি মাস্কটের ইন্ডিয়ান স্কুল এবং ওমানের ইন্ডিয়ান স্কুল সালালাহ-এ লেখাপড়া করেন। পরবর্তীতে তিনি তার মায়ের সাথে মুম্বাই স্থানান্তরিত হয়ে ডুরেলো কনভেন্ট হাই স্কুল এবং বর্তক কলেজে অধ্যয়ন করেন।

কর্মজীবন সম্পাদনা

স্নেহা ২০০৫ সালের বলিউড চলচ্চিত্র লাকি:নো টাইম ফর লাভ-এ সুপারস্টার সালমান খান এর বিপরীতে অভিনয়ের মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। সিনেমাটিতে কাজ করার পরে তাকে ঐশ্বর্যা রাই বচ্চন এর চেহারার সাথে আকর্ষণীয় মিল রয়েছে বলে পরিলক্ষিত হয়েছিল।[৩]

চলচ্চিত্রের তালিকা সম্পাদনা

বছর চলচ্চিত্র ভূমিকা ভাষা মন্তব্য
২০০৫ লাকি: নো টাইম ফর লাভ লাকি নেগী হিন্দি
২০০৬ আরিয়ান নেহা অ্যা. বর্মা হিন্দি
২০০৭ জানে ভি দো ইয়ারু হিন্দি বিশেষ উপস্থিতি
২০০৮ উল্লাসামগা উতসাহামগা ধনলক্ষী তেলুগু বিজয়ী: সন্তশ্যাম শ্রেষ্ঠ অভিষেক অভিনেত্রী পুরস্কার[৪]
নেনু মিকু তেলুসা...? অঞ্জলী তেলুগু
কিং তেলুগু নভভু রেডি গানে বিশেষ উপস্থিতি
২০০৯ কাশ... মেরে হোতে রাধিকা হিন্দি
কারেন্ট স্নেহা তেলুগু
২০১০ ক্লিক আরতী কৌশিক হিন্দি
বারুদু তেলুগু ক্যামিও উপস্থিতি
সিমহা জোনাকি তেলুগু
২০১১ আলা মোদালাইন্দী কাব্য তেলুগু
দেবী কন্নটা
গান্ধী পার্ক প্রিয়াঙ্কা ফিলিপ ইংরেজি বিলম্বিত
মাদাথা কাজা স্বপ্ন তেলুগু
২০১২ মোস্ট ওয়েলকাম বাংলা মোস্ট ওয়েলকাম গানে বিশেষ উপস্থিতি
২০১৩ অ্যাকশন থ্রিডি সামীরা তেলুগু
২০১৪ আন্তা নি মায়ালন তেলুগু
২০১৫ বেজুবান ইশক রুমজুম হিন্দি

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Sneha Ullal"। IMDb। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৫ 
  2. Mohandas, B.G. (1 May 2005)। "A Bubbly Community Girl Sneha Ullal Speaks To Devadiga.Com"Devadiga। ৩০ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ 12 June 20144  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  3. TNN, Sep 18, 2006, 09.19pm IST (২০০৬-০৯-১৮)। "Sneha follows Aishwarya! – The Times of India"। The Times of India। সংগ্রহের তারিখ ২০১০-১২-১২ 
  4. "Santosham film awards 2009 – Telugu cinema function"। Idlebrain.com। ২০০৯-০৮-২১। সংগ্রহের তারিখ ২০১০-১২-১২ 

বহিঃসংযোগ সম্পাদনা