স্ট্র্যান্ড রোড, চট্টগ্রাম
বাংলাদেশের চট্টগ্রামের একটি সড়ক
স্ট্র্যান্ড রোড, বাংলাদেশের চট্টগ্রাম শহরের আগ্রাবাদ এলাকার সন্নিকটে অবস্থিত ১.১৮ কিলোমিটার দৈর্ঘ্যের ও ৪৮ ফুট চওড়া একটি প্রধান বাণিজ্যিক সড়ক।[১] এটি সদরঘাট থানার অধীনে চট্টগ্রাম বন্দরের জাহাজ-ঘাটের পাশে অবস্থিত। ১৯ শতকের শুরুর দিকে ব্রিটিশ শাসনের অধীনে এই সড়কটি নির্মিত হয়।[২] বর্তমানে সড়কটি অস্থায়ী ট্রাক টার্মিনাল হিসেবে পরিণত হয়েছে।[৩]
স্ট্র্যান্ড রোড | |
---|---|
পথের তথ্য | |
দৈর্ঘ্য | ১.১৮ কিমি (০.৭৩ মা) |
অস্তিত্বকাল | ১৯ শতক–বর্তমান |
সীমারেখা
সম্পাদনাসড়কটি আগ্রাবাদ থেকে নগরীর উত্তর-পূর্ব দিকে সদরঘাট নদীবন্দর পর্যন্ত বিস্তৃত।
উল্লেখযোগ্য স্থাপনা
সম্পাদনাভগ্নী সড়ক
সম্পাদনাজনপ্রিয় সংস্কৃতিতে
সম্পাদনাহরিশংকর জলদাস রচিত কসবি (২০১১) উপন্যাসের মূল উপজীব্য বিষয় চট্টগ্রাম অঞ্চলের ঐতিহাসিক সাহেবপাড়াকে কেন্দ্র করে আবর্তিত, যা একসময় স্ট্র্যান্ড রোডে অবস্থিত ছিল।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "স্ট্র্যান্ড রোড"। bd.geoview.info। bd.geoview.info। সংগ্রহের তারিখ মে ২১, ২০১৭।
- ↑ ওসমানী, শিরীন হাসান (জানুয়ারি ২০০৩)। "চট্টগ্রাম নগরী"। সিরাজুল ইসলাম; আমিরুল ইসলাম চৌধুরী (অনলাইন)। বাংলাপিডিয়া (অনলাইন)। বাংলাদেশ: এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ। আইএসবিএন 984-32-0576-6। সংগ্রহের তারিখ মে ২১, ২০১৭।
- ↑ সুজন ঘোষ (১৩ জুন ২০১৫)। "চট্টগ্রামের সদরঘাট ও স্ট্র্যান্ড রোড"। প্রথম আলো। চট্টগ্রাম। সংগ্রহের তারিখ মে ২০, ২০১৭।