স্ট্রেলিৎজিয়া

উদ্ভিদের গণ

স্ট্রেলিৎজিয়া /strɛˈlɪtsiə/ কলাজাতীয় কন্দজ উদ্ভিদ, চিরসবুজ, পাতার বোঁটার কোল থেকে মঞ্জরি বেরোয়, তাতে ক্রমান্বয়ে ফুল ফোটে, গাঢ় কমলা রঙ।

বিবরণ সম্পাদনা

এই ফুল দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের বিভিন্ন অঞ্চলে দেখতে পাওয়া যায় ৷ দক্ষিণ আফ্রিকার ৫০ সেন্ট কয়েনের উল্টোদিকে এই ফুলের প্রতিকৃতি এমবস করা থাকে৷ এই ফুল নানা ধরনের হয় যার মধ্যে সবচেয়ে বড়ো এস নিকোলাই ৷ ১০ মিটার লম্বা হয় এই এস নিকোলাই এই ফুল গাছের পাতাও বেশ লম্বা হয় প্রায় ৩০ থেকে ২০০ সেমি লম্বা এবং ১০ থেকে ৮০ সেমি চওড়া ৷ পাতাগুলো অনেকটা কলাপাতার মতো দেখতে।

গোড়া ভাগ করে, ধাবকের চারা বা বীজ থেকে চাষ করা হয়। সাধারণত সানবার্ড জাতীয় পাখিরাই এ ফুলের পরাগায়ন করে। চাষের জন্য নাতিশীতোষ্ণ আবহাওয়াই সর্বোত্তম।[১]

তথ্যসূত্র সম্পাদনা