টার্কের পাথর মসজিদ

ইরানের মসজিদ
(স্টোন টার্ক মসজিদ থেকে পুনর্নির্দেশিত)

টার্কের পাথর মসজিদ (ফার্সি: مسجد سنگی ترک) ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের অন্যতম ঐতিহাসিক মসজিদ, যা মিয়ানেহ শহর থেকে ২৫ কিলোমিটার দূরে টার্ক শহরে অবস্থিত।[১][২]

টার্কের পাথর মসজিদ
ধর্ম
অন্তর্ভুক্তিইসলাম
প্রদেশপূর্ব আজারবাইজন প্রদেশ
অবস্থান
অবস্থানইরান টার্ক, ইরান
স্থাপত্য
ধরনমসজিদ
সম্পূর্ণ হয়ইলখানাত

মসজিদটি মিয়ানেহ শহর থেকে ২৯ কিলোমিটার দূরে অবস্থিত এবং এর অধিকাংশ অংশ পাথর দিয়ে তৈরি। মসজিদটি পূর্ব আজারবাইজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপত্যগুলির একটি। এতে ব্যবহৃত স্থাপত্য শৈলী এবং ভবন উপাদান বিগত শতাব্দীর ইসলামী স্থাপত্য শিল্পকে তুলে ধরে।

এই মসজিদের একটি আঙ্গিনা আছে যেখানে দুটি প্রবেশদ্বার এবং একটি মিনার রয়েছে। মিনারটি ফুলের তোড়া দিয়ে সাজানো এবং উপরের অংশ ধ্বংস হয়ে গিয়েছে। ভিতরের দেয়ালে ও প্রবেশদ্বারে শিলালিপি লাগানো আছে।

আয়তক্ষেত্রাকার মসজিদের মূল অংশ ৯০.১৭ × ২১.৫ মিটার। জেলো খান মিহরাবের উপর একটি বড় গম্বুজ রয়েছে এবং মসজিদ জুড়ে পাথরের তৈরি ১২টি ছোট গম্বুজ রয়েছে।

ইতিহাস সম্পাদনা

পাথর মসজিদের নির্মাণ তারিখ পরিষ্কার নয় এবং এ ব্যাপারে কোন শিলালিপি পাওয়া যায়নি।

মসজিদটি ইরানের জাতীয় স্থাপত্যের তালিকাভুক্ত।

চিত্রশালা সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ইরানি স্থাপত্য ইতিহাসের বিশ্বকোষ"। ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য, হস্তশিল্প ও পর্যটন সংস্থা। ১৯ মে ২০১১। ৬ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. "Stone Mosque of Tark (Sangi Mosque)"www.itto.org। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৯