স্টিফেন এমেল

কানাডীয় অভিনেতা
(স্টেফেন অ্যামেল থেকে পুনর্নির্দেশিত)

স্টিফেন অ্যাডাম এমেল[১] (জন্ম মে ৮, ১৯৮১) একজন কানাডিয়ান অভিনেতা। তিনি টিভি ধারাবাহিক অ্যারোতে অলিভার কুইন চরিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত, যেটি কমিকস চরিত্র গ্রিন অ্যারো-এর উপর ভিত্তি করে নির্মিত। এছাড়া টিনএজ মিউটান্ট নিঞ্জা টার্টলস: আউট অব দ্য শ্যাডোজ-এ কেসি জোনস চরিত্রে অভিনয়ের জন্য তিনি বিখ্যাত।

স্টিফেন এমেল
২০২৩ সালের গ্যালাক্সিকন র‍্যালেই সম্মেলনে এমেল
জন্ম
স্টিফেন অ্যাডাম এমেল

(1981-05-08) ৮ মে ১৯৮১ (বয়স ৪২)
পেশাঅভিনেতা
কর্মজীবন২০০৪ – বর্তমান
পরিচিতির কারণঅ্যারোতে অলিভার কুইন / গ্রিন অ্যারো
দাম্পত্য সঙ্গী
সন্তান
আত্মীয়রবি এমেল(চাচাতো ভাই)

ব্যক্তিগত জীবন সম্পাদনা

এমেল জন্মগ্রহণ করেন কানাডার ওন্টারিও এর টরেন্টো তে। তিনি সান্দ্রা আন্নে(বলতে্‌) এবং থমাস জে. এমেল এর ছেলে।[২][৩] তিনি অভিনেতা রবি এমেল এর মামাতো ভাই। [৪] এমেল বিবাহ করেন অভিনেত্রী এবং মডেল কাসান্দ্রা জিনকে ২০১২ সালের ডিসেম্বরের ২৫ তারিখে ক্যারিবিয়ানে একটি ব্যক্তিগত অনুষ্টানে,[৫] এবং দ্বিতীয়বার নিউ ওরলিনস্‌ এ ২০১৩ সালের ২৬শে মে তে।[৬] এই দম্পতির একটি মেয়ে আছে, মাবি, যে ২০১৩ সালে জন্মগ্রহণ করে।[৭] বড় হওয়ার সময় এমেল বিভিন্ন স্থানীয় ক্রীড়া দলের ভক্ত ছিলেন যেমন টরেন্টো মেপল লিফস,টরেন্টো রাপ্টোরস্‌ এবং টরেন্টো ব্লু জেইস্‌। এছাড়াও এলএ কিংস এবং এলএ রাইডার্স। এখনো তিনি খেলার সাথে বেশ সম্পৃক্ত; মাঝেমধ্যে তিনি তার ভক্তদের সাথে কৌতুক করেন যে মেপল লিফস এর খেলা বাদ দিয়ে বরং এরো দেখতে যখন দলটি কোন শক্ত প্রতিপক্ষের মুখোমুখি হয়।[৮][৯]

অভিনয় জীবন সম্পাদনা

এমেলকে “কুইর এজ ফোলক্‌”(২০০০) এর চতুর্থ সিজনে দেখা যায় যাতে তিনি লিবার্টি রাইডের প্রশিক্ষক হিসাবে দুইটি এপিসোডে অভিনয় করেন ২০০৪ সালে। এমেল দান্তে’স কোব নামের টেলিভিশন সিরিজের প্রথম সিজনে এডাম চরিত্রে অভিনয় করেন, দ্বিতীয় সিজনে তাঁকে জন ফ্লেমিং দ্বারা প্রতিস্থাপিত করা হয়।২০০৭ সালে তিনি একটি জেমিনি এওয়ার্ড জিতেন ‘রিজেনেসিস’ তাঁর অতিথি চরিত্রের জন্য।[১০] একই বছর তিনি জেমিনি এওয়ার্ড এর জন্য মনোনীত হন “রেন্ট-এ-গোলী” এর জন্য।[১১] তিনি আবর্তক ভূমিকায় অভিনয় করেছেন টিভি সিরিজ “দা কিঙ্ক ইন মাই হেয়ার” এবং “হার্টল্যান্ড” এ। ২০১০ সালের ডিসেম্বরের ৩ তারিখ, এমেল যোগ দেন “দা ভেম্পায়ার ডাইরীস” এ উয়ারউল্ফ “ব্রাডি” চরিত্রে দ্বিতীয় সিজনে।[১২] জরান ভ্যান দের স্লট ভূমিকায় এমেল “লাইফটাইমের” ছবি “জাস্টিস ফর নাতালে হলোওয়ে” তে অভিনয় করেন যেটি ২০১১ সালের মে মাসে দেখানো হয়।[১৩] ২০১১ সালের ২য় অক্টোবর এমেল এইচবিও এর সিরিজ “হাং” এর তৃতীয় সিজনে জেসন চরিত্রে অভিনয় করেন।[১০] তিনি টিভি সিরিজ “৯০২১০” এর চতুর্থ সিজনে জিম চরিত্রেও আবির্ভূত হন।[১৪] এমেল ২৮ অক্টোবর ২০১১তে ঘোষণা দেন যে তিনি “জো দেশ্চানল” এবং “ম্যক্স গ্রীনফিল্ডের” সাথে “নিউ গ্রীল” এর ক্রিসমাস এপিসোড সম্পন্ন করেছেন। [১৪] জানুয়ারি ২০১২ তে এমেল “এরো” টিভি সিরিজের প্রধান নামভূমিকায় অভিনয় করেন, যেটি কমিক ক্যারেক্টার “গ্রীন এরো” থেকে নেয়া হয়েছে।[১৩] এমেল টিনেজ মিউটান্ট নিঞ্জা টার্টলসঃ আউট অব শাডো তেও সহ-অভিনেতা হিসাবে কাজ করেন, যেটি ২০১৬ সালের জুনে মুক্তি পায়।[১৫]

চলচ্চিত্রসমূহ সম্পাদনা

চলচ্চিত্র সম্পাদনা

 
সেপ্টেম্বর ২০১৪ সালে “এরো” এর সেটে স্টিফেন এমেল
  • দা ট্রাজেসি ফ্রাগমেন্ট (২০০৭)
  • ক্লোজিং দা রিং (২০০৭)
  • স্ক্রিমারসঃদা হান্টিং (২০০৯)
  • স্টে উইথ মি (২০১১)
  • কোড ৮ (২০১৬)
  • টিনেজ মিউটান্ট নিঞ্জা টার্টলসঃ আউট অব শাডো (২০১৬)

টেলিভিশন সম্পাদনা

  • কুইর এজ ফোলক্‌ (২০০৪)
  • ডেগ্রাসসিঃ দা নেক্স জেনারেশন (২০০৪)
  • মিসিং (২০০৫)
  • টিল্ট (২০০৫)
  • দান্তে’স কোভ (২০০৫)
  • দা হাউজ নেক্সট ডোর (২০০৬)
  • রেন্ট-এ-গোলি (২০০৬-০৮)
  • রিজেনেসিস (২০০৭)
  • দা কিঙ্ক ইন মাই হেয়ার(২০০৭-০৯)
  • হার্টল্যান্ড(২০০৭-১২)
  • ফ্লাসপয়েন্ট (২০০৯)
  • ব্লু মাউন্টেইন স্টেইট (২০১০)
  • সিএসআইঃ মিয়ামি (২০১০)
  • এনসিআইএসঃলস এঞ্জেলেস (২০১০)
  • দা কাটিং এডজ্‌:ফায়ার এন্ড আইস (২০১০)
  • দা ভেম্পায়ার ডায়েরীস (২০১১)
  • সিএসআইঃ ক্রাইম সিন ইনভেস্টিগেশন (২০১১)
  • জাস্টিস ফর নাতালে হলোওয়ে (২০১১)
  • হাং (২০১১)
  • ৯০২১০ (২০১১)
  • নিউ গার্ল(২০১১-২০১২)
  • প্রাইভেট প্র্যাকটিস (২০১২)
  • এরো (২০১২- বর্তমান) (প্রধান চরিত্র)
  • হোয়েন কলস দা হার্ট (২০১৩)
  • দা ফ্লাস (২০১৪-বর্তমান)
  • রিলসাইড (২০১৫)
  • ডব্লিউডব্লিউই “র” (২০১৫)
  • ডিসি’স লেজেন্ডস অব টুমরো

ওয়েভ সম্পাদনা

  • ডুডস বিয়িং ডুডস ইন ওয়াইন কাউন্টি (২০১৫- বর্তমান)
  • ভিক্সেন (২০১৫)

ভিডিও গেমস সম্পাদনা

  • ইনজাস্টিসঃ গড এমং আস (২০১৩)
  • লেগো ব্যাটম্যান ৩: বিয়ন্ড গোটাম (২০১৪)

পুরস্কার সম্পাদনা

২০১৬ সালে টিনেজ মিউটান্ট নিঞ্জা টার্টলসঃ আউট অব শাডো এর জন্য সিনেমাকন এওয়ার্ড পুরস্কার পান।২০০৭ সালে জেমিনি এওয়ার্ড,২০১৫ সালে বেস্ট এভার টিভি এওয়ার্ড, টিন চয়েজ এওয়ার্ড, স্লামি এওয়ার্ড এবং ২০১৬ সালে এমটিভি ফ্যান্ডম এওয়ার্ড পান। জেমেনি এওয়ার্ড, টিন চয়েজ এওয়ার্ড এ কয়েকবার এবং আরও কয়েকটি পুরস্কারে বেশ কয়েকবার মনোনীত হয়েছেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Amell, Stephen (২০১৫-০৭-০৭)। "Adam."Twitter। ২০২৩-০৬-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০৭-০৭ 
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৯ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৬ 
  3. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৮ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৬ 
  4. Mandi Bierly (সেপ্টেম্বর ১৬, ২০১৩)। "Invasion of the Amells: A Q&A with The CW's best bloodline"Entertainment Weekly। Time। জানুয়ারি ১২, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ২৪, ২০১৩ 
  5. "Stephen Amell Marries Cassandra Jean In The Caribbean"Huffington Post। জানুয়ারি ১২, ২০১৩। সংগ্রহের তারিখ জানুয়ারি ১৩, ২০১৩ 
  6. "Arrow's Stephen Amell Marries for a Second Time"People। মে ২৭, ২০১৩। মে ৩১, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মে ২৮, ২০১৩ 
  7. "Stephen Amell Welcomes Daughter Mavi Alexandra"celebritybabies.people.com। অক্টোবর ১৯, ২০১৩। মে ১৭, ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ৮, ২০১৪ 
  8. "Stephen Amell on Twitter"Twitter। ডিসেম্বর ১১, ২০১৩। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ১, ২০১৫ 
  9. "Actor Stephen Amell campaigns to get Josh Donaldson in MLB All-Star Game"Global News। জুন ১৭, ২০১৫। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ১, ২০১৫ 
  10. Bill Harris (সেপ্টেম্বর ২৯, ২০১১)। "Amell has big role on 'Hung'"London Free Press। নভেম্বর ১০, ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মে ১৮, ২০১২ 
  11. nurun.com (অক্টোবর ২৫, ২০০৭)। "Winning ensemble; Rent-a-Goalie star vows to le... | Entertainment"। Welland Tribune। ১৮ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ১৮, ২০১২ 
  12. Kristin Dos Santos and Jennifer Arrow (ডিসেম্বর ৩, ২০১০)। "Casting Scoop: Meet the Newest Vampire Diaries Hottie!"E! Online। সংগ্রহের তারিখ মে ১৮, ২০১২ 
  13. Sean O'Neal (জানুয়ারি ৩১, ২০১২)। "Here is the guy who will play Green Arrow for The CW"AV Club। সংগ্রহের তারিখ মে ১৮, ২০১২ 
  14. Americ Ngwije (অক্টোবর ২৮, ২০১১)। "Exclusive Interview: HUNG's Stephen Amell Opens Up About Jason's Trouble With Women, Fun Sex Scenes & Larry David"Daemon's TV। অক্টোবর ৯, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মে ১৮, ২০১২ 
  15. Justin Kroll। "'Arrow's' Stephen Amell to Star in 'Teenage Mutant Ninja Turtles 2′"Variety 

বহিঃসংযোগ সম্পাদনা