স্টুডেন্ট অব দ্য ইয়ার

২০১২ সালে মুক্তিপ্রাপ্ত করণ জোহার পরিচালিত হিন্দি ভাষার চলচ্চিত্র
(স্টুডেন্ট অফ দ্য ইয়ার থেকে পুনর্নির্দেশিত)

স্টুডেন্ট অফ দ্য ইয়ার (হিন্দি: स्टुडेंट ऑफ़ द ईयर, অনুবাদ 'বর্ষসেরা ছাত্র') ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত করণ জোহর পরিচালিত ভারতীয় হাস্যরসাত্মক-নাট্য চলচ্চিত্র। ধর্ম প্রডাকশনসের ব্যানারে এবং শাহরুখ খানের রেড চিলি এন্টারটমেন্টের সহযোগিতায় এটির প্রযোজনা করেন হিরু ইয়াস জোহর।[৩] ছবিতে অভিনয় করেছেন আলিয়া ভট্ট, সিদ্ধার্থ মালহোত্রা ও ভারুন ধাওয়ান।

স্টুডেন্ট অফ দ্য ইয়ার
স্টুডেন্ট অব দ্য ইয়ার চলচ্চিত্রের পোস্টার.jpg
স্টুডেন্ট অফ দ্য ইয়ার চলচ্চিত্রের পোস্টার
পরিচালককরন জোহর
প্রযোজকহিরো ইয়াস জোহর
গৌরি খান
রচয়িতানিরঞ্জন আয়েঙ্গার
চিত্রনাট্যকাররেঞ্জিল ডি'সিলভা
শ্রেষ্ঠাংশেআলিয়া ভাট
সিদ্ধার্থ মালহোত্রা
বরুন ধাওয়ান
সুরকারবিশাল-শেখর
চিত্রগ্রাহকআয়ানানকা বোস
সম্পাদকদীপা ভাটিয়া
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকধর্ম প্রডাকশনস
মুক্তি
  • ১৯ অক্টোবর ২০১২ (2012-10-19)
দৈর্ঘ্য১৪৬ মিনিট[১]
দেশ ভারত
ভাষাহিন্দি
নির্মাণব্যয়৫৯ কোটি[২]
আয়প্রা. ৯৬.৬৬ কোটি[২]

১৯শে অক্টোবর ২০১২ সালে সারা ভারতে ১৪০০টিরও বেশি স্থানে চলচ্চিত্রটি মুক্তি দেয়া হয়। এটি ২০১২ সর্বোচ্চ আয়কৃত বলিউডের চলচ্চিত্রগুলির একটি।[৪] এর একটি সিকুয়েল, স্টুডেন্ট অব দ্য ইয়ার ২ ২০১৮ সালে মুক্ত পায়।

শ্রেষ্ঠাংশেসম্পাদনা

সংগীতসম্পাদনা

সাউন্ড ট্র্যাকসম্পাদনা

স্টুডেন্ট অব দ্য ইয়ার
বিশাল-শেখর কর্তৃক
মুক্তির তারিখ৩১ আগস্ট ২০১২
দৈর্ঘ্য৩০:২৪
সঙ্গীত প্রকাশনীসনি মিউজিক
প্রযোজককরন জোহার

ছবির সংগীত পরিচালনা করেছেন বিশাল-শেখর ও গানের কথা লিখেছেন আনভিতা দত্ত

Tracklist
নং.শিরোনামগীতিকারSinger(s)দৈর্ঘ্য
১."দ্য ডিসকো সং"আনভিতা দত্তবেনি দায়াল, নাজিয়া হাসানসুনিদি চৌহান৫:৪২
২."ইশক ওয়ালা লাভ"আনভিতা দত্তশেখর রাজভানী, সেলিম মারচান্দনীতি মোহন৪:১৮
৩."রাধা"আনভিতা দত্তশ্রেয়া ঘোষাল, উদিত নারায়ন, বিশাল-শেখর৫:৪১
৪."রাট্টা মার"আনভিতা দত্তবিশাল ও শেফালি আলভেরিস৩:৩০
৫."কুক্কাড"আনভিতা দত্তশহিদ মালয়া ও নিশা৪:৪২
৬."ভেলে"আনভিতা দত্তবিশাল-শেখর৩:৫০
৭."মেশআপ অফ দ্য ইয়ার"আনভিতা দত্তডিজে কিরন ও অন্যান্য৩:০২
মোট দৈর্ঘ্য:৩০:২৪

তথ্যসূত্রসম্পাদনা

  1. "STUDENT OF THE YEAR (12A) - British Board of Film Classification"। ১৬ অক্টোবর ২০১২। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১২ 
  2. [১] বক্স অফিস ইন্ডিয়া
  3. "Student of the Year"বলিউড হাঙ্গামা। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১২ 
  4. Boxofficeindia.com ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২ নভেম্বর ২০১২ তারিখে. Boxofficeindia.com.
  5. "Bollywood Inside - Rishi Kapoor is going to play Gay" 

বহিঃসংযোগসম্পাদনা