সোহাগপুর এস কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়

সোহাগপুর সরকারি শ্যাম কিশোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় বেলকুচি উপজেলা সিরাজগঞ্জ জেলা বাংলাদেশের প্রাচীনতম উচ্চ বিদ্যালয়গুলির মধ্যে একটি। বিদ্যালয়টি ১ জানুয়ারি ১৯১৩ সালে জমিদার রাও বাহাদুর কালিদশ চৌধুরীর যমুনা নদীর তীরে তাঁর দাদা শ্যাম কিশোর চৌধুরীর নামে প্রতিষ্ঠিত করেছিলেন।

সোহাগপুর সরকারি শ্যাম কিশোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়
ধরনমডেল বিদ্যালয়
স্থাপিত১ জানুয়ারি ১৯১৩; ১১১ বছর আগে (1913-01-01)
প্রধান শিক্ষকএস.এম. শহিদুল রেজা
ঠিকানা
মুকুন্দগাঁতী
, ,
সংক্ষিপ্ত নামশ্যাম-কিশোর স্কুল
অধিভুক্তিমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী
ওয়েবসাইটbsnedubd
মানচিত্র

২০১৮ সালে বাংলাদেশ সরকারের এটি বিশেষ প্রকল্পের মাধ্যমে তৈরি করা ৩১০টি পাইলট মডেল স্কুলের মধ্যে প্রথম ২০টির একটি। স্কুলটি ২০১৩ সালে তার ১০০ বছরের বার্ষিকী উদ্‌যাপন করেছে।[] স্কুলটিকে ২০১৮ সালে জাতীয়করণ করা হয়েছিল।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. সোহাগপুর পাইলট স্কুলের ১০০ বছর পূর্তি উৎসব ২৫ জানুয়ারি [100th anniversary celebrations of Sohagpur Pilot School on January 25]। banglanews24.com। ৩ জানুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০২০ 
  2. "21 more edn institutions nationalised"Daily Sun (ইংরেজি ভাষায়)। ১২ অক্টোবর ২০১৮। সংগ্রহের তারিখ ৪ মে ২০২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]