সোমা দত্ত (জন্ম ২৫শে ডিসেম্বর ১৯৬৭) একজন প্রাক্তন ভারতীয় ক্রীড়া শুটার । তিনি ১০ মিটার এয়ার রাইফেল এবং ৫০ মিটার রাইফেল তিনটি অবস্থান- প্রতিযোগিতায় ভারতের হয়ে অংশ নিতেন। তিনি ১৯৮৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে, ১৯৮৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে এবং ১৯৯২ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশ নিয়েছিলেন। [১]

সোমা দত্ত
ব্যক্তিগত তথ্য
জাতীয়তাভারতীয়
জন্ম (1967-12-25) ২৫ ডিসেম্বর ১৯৬৭ (বয়স ৫৬)
ভারত
ক্রীড়া
ক্রীড়াশ্যুটিং

সোমা বিখ্যাত বাঙালি ব্র্যান্ড - বোরোলিন পরিবারের কন্যা।

ইভেন্ট ১৯৮৪ ১৯৮৮ ১৯৯২
১০ মিটার এয়ার রাইফেল (মহিলা) 22 তম টি -30 তম টি -35 তম
৫০ মিটার রাইফেল তিনটি অবস্থান (মহিলা) টি 17 তম টি 23 তম টি 22 তম

তথ্যসূত্র সম্পাদনা

  1. ইভান্স, হিলারি; গিয়ার্ড, আরিল্ড; হাইম্যানস, ইরোইন; ম্যালন, বিল; ও অন্যান্য। "Soma Dutta"Sports-Reference.com এ অলিম্পিকস্পোর্টস রেফারেন্স এলএলসি। এপ্রিল ১৮, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৭, ২০২০