সোনালি মথুরা

পাখির প্রজাতি

সোনালি মথুরা বা চিনা মথুরা (ইংরেজি: golden pheasant বা Chinese pheasant), (বৈজ্ঞানিক নাম: Chrysolophus pictus) হচ্ছে গ্যালিফর্মিস বর্গের ফ্যাজিয়ানিডি পরিবারের খুবই সুন্দর একটি পাখি। পশ্চিম চীনের স্থানীয় পাখি তবে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে এ পাখিটি নিয়ে ছাড়া হয়েছে। পৃথিবীর হাতে গোণা সবচেয়ে সুন্দর পাখিদের মধ্যে এ প্রজাতিটি একটি।

সোনালি মথুরা
Golden pheasant
ছেলে সোনালি মথুরা
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: কর্ডাটা
শ্রেণী: পক্ষী
বর্গ: Galliformes
পরিবার: Phasianidae
উপপরিবার: Phasianinae
গণ: Chrysolophus
প্রজাতি: C. pictus
দ্বিপদী নাম
Chrysolophus pictus
(Linnaeus, 1758)

বিবরণ সম্পাদনা

লেজসহ সোনালি মথুরার দৈর্ঘ্য ৯০-১০৫ সেমি। চীনদেশের পশ্চিমাঞ্চলীয় পার্বত্য এলাকায় এই পাখি দেখা যায়। যদিও যুক্তরাজ্যের আদিবাসিরা প্রথম এই পাখি তাদের দেশেই আবিষ্কার করে। মাথায় সুন্দর ঝুঁটি যুক্ত এই পাখিটির গায়ে সোনালি, কমলা, লাল, কালো ইত্যাদি অনেক রঙের সমাহার লক্ষ্য করা যায়। সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো এদের চকচকে সুন্দর পালকগুলো। গাছ পালার আড়ালে থাকা এই পাখির গায়ে সূর্যের আলোর রোশনাই যে কোনো মানুষের চোখ ধাধিয়ে দেবে।

গ্যালারি সম্পাদনা

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. BirdLife International (২০১২)। "Chrysolophus pictus"বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2013.2প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৩