সোনালি কাচপোকা

এক ধরনের গুবরে পোকা

সোনালি কাচপোকা (বৈজ্ঞানিক নাম: Aspidimorpha sanctaecrucis), বা সোনালি কাছিম পোকা (সোনালি টরটয়েজ বিটল; একটি সাধারণ নাম, যা অন্যত্র অন্য প্রাণীকে নির্দেশ করে), হলো প্রাচীন বিশ্বের একটি গুবরে পোকার প্রজাতি। এই প্রজাতি ক্রাইসোমেলিডি নামক পাতাভোজী পরিবারভুক্ত।

সোনালি কাচপোকা
Aspidimorpha sanctaecrucis
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: Arthropoda
শ্রেণী: Insecta
বর্গ: Coleoptera
পরিবার: Chrysomelidae
উপপরিবার: Cassidinae
গোত্র: Aspidimorphini
গণ: Aspidimorpha
প্রজাতি: A. sanctaecrucis
দ্বিপদী নাম
Aspidimorpha sanctaecrucis
(ফ্যাব্রিসিয়াস, ১৭৯২)

বর্ণনা সম্পাদনা

সোনালি কাচপোকা (Aspidimorpha sanctaecrucis) প্রায় ১৪ মিলিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। এই জাতীয় পোকার ডানার আবরণ বা এলিট্রা এবং অগ্রবক্ষের আবরণে একটি সোনালি চাকতি থাকে। পেছনের ও সামনের সীমানা বরাবর একটি দাগ হলো এই এলিট্রাল চাকতির বিশেষ বৈশিষ্ট্য। এই পোকারা বর্ষাকালে সক্রিয় থাকে, কিন্তু শীত ও গ্রীষ্মে এরা নিষ্ক্রিয় হয়ে যায়। পূর্ণবয়স্ক ও লার্ভা উভয় দশায় এরা কনভলভুলাসি জাতীয় উদ্ভিদ ভক্ষণ করে থাকে। তবে প্রধানত এরা কলমি জাতীয় উদ্ভিদ খায়। উত্তর পূর্ব ভারতের মনিপুর রাজ্যে স্থানীয়ভাবে এরা "সান্দ্রেম্বি" বা "চেইশরা" নামে পরিচিত।

বিস্তৃতি সম্পাদনা

প্রধানত দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ, যেমন চীন, মায়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এমনকি উত্তর-পূর্ব ভারতে এই প্রজাতির পোকা দেখতে পাওয়া যায়।

চিত্রশালা সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা