সোনারগাঁও জনপথ

ঢাকার একটি সড়ক

সোনারগাঁও জনপথ হল একটি সড়ক যা ঢাকার উত্তরা উপশহরের হাউজ বিল্ডিং থেকে আশুলিয়া বেড়িবাঁধ[১] পর্যন্ত বিস্তৃত।[২] এটি একটি চার লেনের সড়ক।[৩]

ফুটপাত থেকে সোনারগাঁও জনপথ

এই সড়কটি সেক্টর ৮, ৯, ১১, ১৩ ও ১২[টীকা ১] এগুলোর মধ্যে দিয়ে অতিক্রম করে বেগম রোকেয়া সরণির বর্ধিতাংশ হয়ে পশ্চিমে মিরপুর সড়কের সাথে মিলিত হয়েছে।[৬]

২০১৯ সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ উত্তরার সোনারগাঁও জনপথে একটি আনুষ্ঠানিক উচ্ছেদ অভিযান পরিচালনা করে।[৭]

পাদটীকা সম্পাদনা

  1. যদিও এই দুটি সূত্র একে অপরের সাথে সাংঘর্ষিক কিন্তু কেউ যদি তথ্যসূত্রগুলোর সাথে গুগল ম্যাপ ব্যবহার করে তবে সে রাস্তাটির অবস্থান সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পেতে সক্ষম হবে।[৪][৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "উত্তরার সোনারগাঁও জনপথের ওপরেই বর্জ্য স্থানান্তর"প্রথম আলো। ৭ এপ্রিল ২০১৬। 
  2. "Uttara dogged by waterlogging"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৩ সেপ্টেম্বর ২০০৮। 
  3. "Woes of Uttara dwellers fall on deaf ears"ঢাকা ট্রিবিউন (ইংরেজি ভাষায়)। ১৯ মে ২০১৪। 
  4. "নামেই উত্তরা মডেল টাউন"সমকাল। ২৩ মার্চ ২০১৫। 
  5. "কোটি টাকা আয়, উত্তরায় ফুটপাত বাণিজ্য"দৈনিক ইনকিলাব। ৫ জানুয়ারি ২০২২। 
  6. নাঈম, হাসনাত (২৪ জানুয়ারি ২০২৩)। "মিরপুর-উত্তরার দূরত্ব কমাল মেট্রোরেলের সংযোগ সড়ক"ঢাকা পোস্ট। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২৪ 
  7. "উত্তরায় অবৈধ দখল উচ্ছেদ অভিযান"দৈনিক ইনকিলাব। ২২ সেপ্টেম্বর ২০১৯। 

বহিঃসংযোগ সম্পাদনা