সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান

সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান একজন বাংলাদেশি ইসলামী পণ্ডিত, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব।[] তিনি চট্টগ্রামের ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ এবং আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের কো-চেয়ারম্যান।[]

ফকিহে বাঙ্গাল
মুফতি

সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান
ব্যক্তিগত তথ্য
জন্ম
সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান

১৯৫৮
ধর্মইসলাম
জাতীয়তাবাংলাদেশী
সন্তানসৈয়দ মুহাম্মদ হাসান আযহারী, সৈয়দ আহমদ রেযা
পিতামাতা
  • সৈয়দ মুহাম্মদ ইসহাক (পিতা)
নাগরিকত্ববাংলাদেশী
আখ্যাসুন্নি
ব্যবহারশাস্ত্রহানাফি
উল্লেখযোগ্য কাজআল আতাওয়াল নো’মানীয়া ফিল ফাতওয়ায়ির রাহমানিয়া
আদদুররুল মাকনুন ফিল ইহতিফালি বিমাওলিদিন নাবিয়্যাল আমিনিল মা’মুন
শিক্ষাজামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা
শিক্ষকওবায়দুল হক নঈমী, কাযী নুরুল ইসলাম হাশেমী, জালালুদ্দীন আল কাদেরী
তরিকাকাদেরী
মুসলিম নেতা
শিক্ষার্থী
  • ড. মোহাম্মদ আব্দুল হালিম, ড. এটিএম লিয়াকত আলী, শহীদুল্লাহ বাহাদুর
পুরস্কারজাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক (২০০১ ও ২০০৪)
চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ অধ্যক্ষ (২০১৯)
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মৃতি সম্মাননা-২০২২ইং
জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ
কাজের মেয়াদ
২০১৭-২০২২
পূর্বসূরীসোলাইমান আনসারী
উত্তরসূরীড. এটিএম লিয়াকত আলী

অছিয়র রহমান চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার জালালাবাদস্থ কুলগাঁও এর ফকিরপাড়া গ্রামের সৈয়দ পরিবারে ১৯৫৮ সালে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ মুহাম্মদ ইসহাক।

শিক্ষা

সম্পাদনা

তিনি চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা হতে দাখিল, আলিম, ফাযিল, কামিল (ফিকহ এবং হাদীস) পরীক্ষায় ১ম বিভাগে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। পরবর্তীতে ফিকহ বিষয়ে উচ্চতর ডিগ্রী অর্জন করেন।

শিক্ষকবৃন্দ

কর্মজীবন

সম্পাদনা

তিনি ছাত্রজীবন শেষে ১৯৮২ খ্রিস্টাব্দে ষোলশহরস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ায় শিক্ষক হিসেবে যোগদান করেন। দীর্ঘকাল তিনি প্রধান ফকিহ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৭ সাল হতে ২০২২ পর্যন্ত তিনি উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি বিভিন্ন বিষয়ে ফতোয়া প্রদান করেছেন। এছাড়াও তিনি আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট কর্তৃক প্রকাশিত মাসিক পত্রিকা তরজুমানে আহলে সুন্নাত-এ ইসলামি বিষয়ক প্রশ্নোত্তর বিভাগের প্রধান হিসেবে দায়িত্বরত আছেন।[]

লেখালেখি

সম্পাদনা

তিনি অনেক বই রচনা করেছেন। তার রচিত বই লেবাননের দারুল কুতুব ইলমিয়্যাহ, বৈরুত থেকে প্রকাশিত হয়েছে। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থাবলী:

  • আল আতাওয়াল নো’মানীয়া ফিল ফাতওয়ায়ির রাহমানিয়া
  • আদদুররুল মাকনুন ফিল ইহতিফালি বিমাওলিদিন নাবিয়্যাল আমিনিল মা’মুন (লেবনানের বৈরুত থেকে আরবি ভাষায় প্রকাশিত)
  • সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.)-এর জীবনীগ্রন্থ
  • প্রশ্নোত্তর বিষয়ক “যুগ জিজ্ঞাসা”।[]
  • বাগে খলিল (২ খণ্ড)

সম্মাননা পুরস্কার

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. ড. আব্দুল হালিম (২০১৮)। আমাদের অনন্য সনদ। হাটহাজারী, চট্টগ্রাম: আল-ইমাম মুসলিম (রহ.) ফাউন্ডেশন। পৃষ্ঠা ৩০৪–৩০৮। 
  2. সৈয়দ মুহাম্মদ অছিউর রহমান (২০০৬)। সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রহঃ এর জীবনীগ্রন্থ। আন্দরকিল্লা, চট্টগ্রাম: সাকলাইন প্রকাশন। 
  3. "প্রশ্নোত্তর -অধ্যক্ষ মুফ্তী সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান – Welcome To Anjuman-E- Rahmania Ahmadia Sunnia Trust" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১০-৩১ 
  4. "প্রশ্নোত্তর -অধ্যক্ষ মুফ্তী সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান – Welcome To Anjuman-E- Rahmania Ahmadia Sunnia Trust" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১০-৩১ 
  5. "মুফতি অছিয়র রহমান শ্রেষ্ঠ প্রিন্সিপাল নির্বাচিত"দৈনিক ইনকিলাব। ২৮ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২২ 
  6. ডেস্ক, লেখাপড়া বিডি (২০২২-০২-২৭)। "অধ্যক্ষ মুফতি সৈয়দ অছিয়র রহমান "আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মৃতি সম্মাননা-২০২২" অর্জন"লেখাপড়া বিডি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১০-৩১