সে রাতে পূর্ণিমা ছিল
সে রাতে পূর্ণিমা ছিল বাংলাদেশী লেখক শহীদুল জহির রচিত বাংলা উপন্যাস। এটি ১৯৯৫ সালে মাওলা ব্রাদার্স থেকে প্রকাশিত জহিরের দ্বিতীয় উপন্যাস।
লেখক | শহীদুল জহির |
---|---|
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
ধরন | উপন্যাস |
প্রকাশিত | ১৯৯৫ |
প্রকাশক | মাওলা ব্রাদার্স |
মিডিয়া ধরন | ছাপা (শক্তমলাট) |
পূর্ববর্তী বই | জীবন ও রাজনৈতিক বাস্তবতা (১৯৮৮) |
পরবর্তী বই | মুখের দিকে দেখি (২০০৬) |
এটি বাঙালির জাতিসত্তার আখ্যান এবং বহুমাত্রিক ব্যঞ্জনার কাহিনী।[১] উপন্যাসের মূল গল্প সুহাসিনী গ্রামের মফিজুদ্দিন মিয়ার সপরিপারে নিহত হবার কাহিনি।[২][৩] হাসান আজিজুল হক একে "এককথায় একটি চাঁদে-পাওয়া উপন্যাস" বলেছিলেন।[৪] উপন্যাসে বাস্তব ও পরাবাস্তবের ছাপ লক্ষ্য করা যায়।[৫] কিছু আলোচক উপন্যাসটিকেই জহিরের জাদুবাস্তবতার প্রামাণ্য দলিল হিসেবেও মনে করেন।[৬][৭]
পটভূমী
সম্পাদনাঅনেক আলোচক ভূস্বামী পরিবারের হত্যার ঘটনার সাথে শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকাণ্ডের ঘটনার মিল খুজেন।[৬] যদিও কামরুজ্জামান জাহাঙ্গীরকে দেওয়া সাক্ষাৎকারে জহির বলেছিলেন যে, বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার নিরাদাবাদ গ্রামের এক হিন্দু পরিবারের ছয়জন সদস্যের খুন হবার ঘটনা থেকে তিনি এই উপন্যাসের প্রেরণা পেয়েছেন।[১][৮]
কাহিনী
সম্পাদনাভাদ্র মাসের এক পূর্ণিমা রাতে সুহাসিনী গ্রামের মফিজুদ্দিনের সপরিবারে নিহত হয়। মফিজুদ্দির ১৪ জন ছেলে। সুহাসিনী গ্রামবাসীর স্মৃতিচারণের মধ্য দিয়ে তাদের পারিবারিক, রাজনৈতিক ও ব্যক্তি জীবন উঠে আসে।[৯]
চরিত্রসমূহ
সম্পাদনা- মফিজুদ্দিন মিয়া
- রফিকুল - মফুজুদ্দি মিয়ার বামপন্থী কনিষ্ঠ
- মোল্লা নাসিরুদ্দীন - মফুজুদ্দি মিয়ার ছেলে
- ইদ্রিস খাঁ
- দুলালি
- মহিন সরকার
- তোরাব আলি
- নয়নতারা
- আলেকজান
- সিদ্দীক মাষ্টার
অভিযোজন
সম্পাদনাউপন্যাস অবলম্বনে নাট্যদল আরশিনগরের প্রযোজনা এবং রেজা আরিফের নির্দেশনায় একই শিরোনামে নাটক নির্মিত হয়েছে।[১০] ২০১৩ সালে প্রথম মঞ্চায়নের পরে নাটকটি এযাবৎ একাধিকবার মঞ্চস্থ হয়েছে।[১১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ জাহাঙ্গীর, কামরুজ্জামান (১৭ ডিসেম্বর ২০০৪)। "শহীদুল জহিরের সাথে কথোপকথন" (সাক্ষাৎকার)। সাক্ষাত্কার গ্রহণ করেন কামরুজ্জামান জাহাঙ্গীর। কথা। ৪ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২৩।
- ↑ হাসান, অনুপম (১০ সেপ্টেম্বর ২০২০)। "সুহাসিনীর পূর্ণিমা রাত : প্রগতিশীল রাজনীতির বিড়ম্বনা"। প্রতিকথা। ১৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২১।
- ↑ প্রিন্স, মাওলা (১২ সেপ্টেম্বর ২০২২)। "সময়ের দুঃসাহসী কথাশিল্পী শহীদুল জহির"। দ্য ডেইলি স্টার (বাংলাদেশ)। ১২ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ হক, হাসান আজিজুল (১১ সেপ্টেম্বর ২০২১)। "সোনা-মোড়া কথাশিল্প শহীদুল জহির"। দৈনিক সংবাদ। ২০ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ মহীবুল আজিজ (২০১২)। "উপন্যাস"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ ক খ শামীম, ইমতিয়ার (২৭ মার্চ ২০০৮)। "সেদিন তুষার ঝরেছিল"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৪ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০২৩।
- ↑ মুম, রহমান (১০ সেপ্টেম্বর ২০২২)। "সে রাতে পূর্ণিমা ছিল: শহীদুল জহির ও তার উপন্যাস"। রাইজিংবিডি.কম। ৯ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২৩।
- ↑ ফাল্গুনী, অদিতি। "লেখকের প্রয়াণ: শহীদুল জহির ও আমাদের কথাশিল্পের ভুবন"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৪ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০২৩।
- ↑ রহমান, কাজী সায়েম (১৮ জুন ২০২০)। "বুক রিভিউ : সেই রাতে পূর্ণিমা ছিল"। দৈনিক অধিকার। ২২ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২৩।
- ↑ "শিল্পকলায় সে রাতে পূর্ণিমা ছিলো"। জাগো নিউজ। ৬ আগস্ট ২০১৭। ২৪ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২১।
- ↑ রেজা, মাসুম (এপ্রিল ২০২১)। "স্বাধীনতার পঞ্চাশ বছর : নির্বাচিত ৫০ প্রযোজনা।। প্রসঙ্গ: সে রাতে পূর্ণিমা ছিল"। থিয়েটারওয়ালা। ৪ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০২৩।