সেলিম আল দীন লোকনাট্য পদক
সেলিম আল দীন লোকনাট্য পদক বাংলাদেশের রাজশাহীর পুঠিয়া থিয়েটার ও কেন্দ্রীয় বাংলাদেশ গ্রাম থিয়েটার এর উদ্যোগে ২০১৫ইং সালে প্রবর্তিত হয়। সংস্কৃতি কর্মীদের অনুপ্রাণিত করার জন্য তাদের কর্মের স্বীকৃতিস্বরুপ প্রতি বছর এ পুরস্কার দেয়া হয়।
বিজয়ীদের তালিকাসম্পাদনা
২০১৫সম্পাদনা
- আলী আফরোজ পিনু
- তাজুল ইসলাম[১]
২০১৬সম্পাদনা
- রাইসুল ইসলাম আসাদ
- আসাদুল্লাহ ফারাজী
- রবিউল ইসলাম দুখু[২]
২০১৭সম্পাদনা
২০১৮সম্পাদনা
- শিমূল ইউসুফ
- আমিনুর রহমান মানিক
- কাঙ্গালিনী সুফিয়া[৪]
২০২১সম্পাদনা
- পীযুষ বন্দ্যোপাধ্যায়
- রতন দাস[৫]
২০২২সম্পাদনা
- আফজাল হোসেন
- আমিরুল ইসলাম[৬]
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "গ্রাম থিয়েটারের ১২তম বাংলা লোকনাট্য উৎসব"। জাগোনিউজ২৪.কম।
- ↑ "লোকনাট্য উৎসব মঙ্গলবার শুরু"। রাইজিংবিডি.কম।
- ↑ "বাংলা লোকনাট্যের বড় উৎসব"। দৈনিক প্রথম আলো।
- ↑ "পুঠিয়ায় বাংলা লোকনাট্য উৎসব"। ঢাকা টাইমস।
- ↑ "মানবিক বিশ্ব গড়ে তোলার প্রত্যাশা"। দৈনিক সমকাল।
- ↑ "পুঠিয়ায় দুলাল বাংলা লোকনাট্য উৎসব"। দৈনিক সমকাল।