সেবা সিং ঠিকরিবালা

ভারতীয় রাজনীতিবিদ

সেবা সিং ঠিকরিবালা (১৮৮৬ – ১৯৩৫) [১] ছিলেন পাতিয়ালা রাজ্যের প্রজা মন্ডল আন্দোলনের একজন প্রাক্তন নেতা। তিনি পাতিয়ালার মহারাজা ভুপিন্দর সিংয়ের রাজত্বকালে এবং ব্রিটিশ আমলে রিয়াসাত পর্যমন্ডল পার্টির সভাপতি ছিলেন। [২] এই পার্টির ভাইস প্রেসিডেন্ট ছিলেন সরদার রিধা সিং

সেবা সিং ধালিওয়াল নামে ভারতের পাঞ্জাবের থিকরিবালা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ধালিওয়াল জাত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। [৩] তিনি পাঞ্জাবের একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা হিসাবে স্মরণীয় ও সম্মানিত।

কানাডার নিউ ডেমোক্র্যাটিক পার্টির নেতা জগমিত সিং তাঁর নাতি।

তথ্যসূত্র সম্পাদনা