২৯ সেপ্টেম্বর
তারিখ
(সেপ্টেম্বর ২৯ থেকে পুনর্নির্দেশিত)
<< | সেপ্টেম্বর | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ | |||||
২০২৪ |
২৯ সেপ্টেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৭২তম (অধিবর্ষে ২৭৩তম) দিন। বছর শেষ হতে আরো ৯৩ দিন বাকি রয়েছে।
ঘটনাবলী
সম্পাদনা- ১৩৯৯ - দ্বিতীয় রিচার্ড পার্লামেন্টের হাতে সিংহাসনচ্যুত হন।
- ১৪৪৮ - প্রথম ক্রিশ্চিয়ান ডেনমার্কের রাজা হিসেবে অভিষিক্ত হন।
- ১৫২১ - তুরস্কের রাজা প্রথম সোলাইমানের বাহিনী বেলগ্রেড দখল করে।
- ১৭৬০ - রাশিয়া ও অস্ট্রিয়ার বাহিনী বার্লিন দখল করে।
- ১৮২৯ - পুলিশ বাহিনী লন্ডনে প্রথম দায়িত্ব পালন শুরু করে।
- ১৮৯২ - নৈশ ফুটবল খেলা প্রথম অনুষ্ঠিত হয়।
- ১৯০৬ - মার্কিন সেনাবাহিনী কিউবা পুনর্দখল করে।
- ১৯১৮ - প্রথম বিশ্বযুদ্ধে কয়েকবার পরাজিত হওয়ার পর বুলগেরিয়া মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করে।
- ১৯২২ - বেনিতো মুসোলিনি ইতালিতে প্রথম ফ্যাসিবাদী সরকার গঠন করেন।
- ১৯২৯ - বিবিসি প্রথম পরীক্ষামূলক টিভি সম্প্রচার শুরু করে।
- ১৯৩৫ - ছাপাখানায় প্রথম বাংলা লাইনোটাইপ ব্যবহৃত হয়।
- ১৯৩৯ - পোল্যান্ড বিভক্তি স্বীকার করে জার্মানি ও সোভিয়েত ইউনিয়ন একটি চুক্তিতে উপনীত হয়।
- ১৯৩৯ - ব্রিটেনে পরিচয়পত্র প্রথা চালু হয়।
- ১৯৮৮ - মওলানা আবুল কালাম আজাদ লিখিত ‘ইন্ডিয়া উইনস ফ্রিডম’ গ্রন্থের অপ্রকাশিত অংশ দিল্লি হাইকোর্টে খোলা হয়।
- ১৯৯২ - চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম আন্তর্জাতিক ফাইট চালু হয়।
- ১৯৯২ - আফ্রিকা মহাদেশের দক্ষিণে অবস্থিত দেশ এ্যাঙ্গোলায় প্রথম অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়।
জন্ম
সম্পাদনা- ১৫৪৭ - মিগেল দি সের্ভান্তিস, স্পেনীয় ঔপন্যাসিক।
- ১৫৪৭ - মিগুয়েল ডি কারভেনটেস, স্পেনের প্রখ্যাত নাট্যকার কবি ও লেখক।
- ১৭২৫ - রবার্ট ক্লাইভ,ভারতে প্রথম ইংরেজ শাসক, ভারতীয় উপমহাদেশে ইংরেজ শাসন প্রতিষ্ঠায় মূল ভূমিকা পালন করেন। (মৃ.২২/১১/১৭৭৪)
- ১৮৪১ - দুর্গাচরণ রক্ষিত ভারতে প্রথম সর্বোচ্চ ফরাসি সম্মান - 'লেজিয়ঁ দনার' এ সম্মানিত বাঙালি উদ্যোগপতি । (মৃ.১৮৯৮)
- ১৯০১ - এনরিকো ফের্মি, ইতালীয় পদার্থবিদ।
- ১৯০৯ -
- ভারতের বলিউডের হিন্দি চলচ্চিত্র নির্মাতা শশধর মুখার্জী ।(মৃ.১৯৯০)
- কোয়ামে নক্রুমা, ঘানার রাজনীতিবিদ।
- ১৯১৪ - মনি গুহ, বেঙ্গল প্রেসিডেন্সি তেভাগা আন্দোলনের অন্যতম প্রধান নেতা।(.০৭/০৪/২০০৯)
- ১৯৩১ - আনিতা একবার্গ, সুইডিশ প্রখ্যাত অভিনেত্রী।
- ১৯৩২ - মেহমুদ আলী, মেহমুদ নামে পরিচিত, ভারতীয় অভিনেতা, গায়ক, পরিচালক এবং প্রযোজক।(মৃ.২৩/০৭/২০০৪)
- ১৯৩৬ - সিলভিও বেরলুসকোনি, ইতালীয় প্রধানমন্ত্রী এবং ধণাঢ্য ব্যবসায়ী।
- ১৯৪৩ - লেস ওয়ালেসা, নোবেলশান্তি পুরস্কার বিজয়ী পোল্যান্ডের শ্রমিক নেতা।
- ১৯৯১ - মমিনুল ‘সোহরাব’ হক, বাংলাদেশী ক্রিকেটার।
মৃত্যু
সম্পাদনা- ১৯০০ - গুরুপ্রসাদ সেন, পূর্ববঙ্গের অধুনা বাংলাদেশের প্রথম এম.এ. এবং বিহারের প্রথম ইংরাজী দৈনিক 'বিহার হেরল্ড' এর প্রতিষ্ঠাতা। (জ.১৮৪২)
- ১৯০২ - এমিল জোলা, ফরাসী ঔপন্যাসিক।
- ১৯৪২ - মাতঙ্গিনী হাজরা ভারতীয় বিপ্লবী, স্বাধীনতা আন্দোলনের শহীদ। (জ.১৭/১১/১৮৭০)
- ১৯৭৩ - ডব্লিউ এইচ অডেন, অ্যাংলো-আমেরিকান কবি।
ছুটি ও অন্যান্য
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে ২৯ সেপ্টেম্বর সংক্রান্ত মিডিয়া রয়েছে।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |