২ সেপ্টেম্বর
তারিখ
(সেপ্টেম্বর ২ থেকে পুনর্নির্দেশিত)
<< | সেপ্টেম্বর | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ | |||||
২০২৪ |
২ সেপ্টেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৪৫তম (অধিবর্ষে ২৪৬তম) দিন। বছর শেষ হতে আরো ১২০ দিন বাকি রয়েছে।
ঘটনাবলী
সম্পাদনা- ৪৪ খৃস্টপূর্ব - মিশরের ফারাও সপ্তম ক্লিওপেট্রা তার পুত্র পঞ্চদশ টলেমি সিজারিয়নকে সহকারী শাসক হিসেবে ঘোষণা করেন।
- ৩১ খৃস্টপূর্ব - রোমান গৃহযুদ্ধ: গ্রীসের পশ্চিম উপকূলের অ্যাক্টিয়ামের যুদ্ধে অক্টোভিয়ান মার্ক আন্টনি ও ক্লিওপেট্রার সৈন্যদের পরাস্ত করেন।
- ১৬৪৯ - ইতালির ক্যাস্টো শহর [পোপ দশম ইন্নোসেন্টের সৈন্যদের দ্বারা সম্পূর্ণভাবে ধ্বংস হয়।
- ১৬৬৬ - লন্ডনে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১০,০০০ বাড়ি পুড়ে যায় (সেন্ট পলের ক্যাথেড্রাল সহ)। এই অগ্নিকাণ্ড প্রায় তিন দিন যাবৎ চলে।
- ১৭৫২ - যুক্তরাজ্য গ্রেগারিয়ান দিনপঞ্জি গ্রহণ করে নেয়।
- ১৭৯২ - ফরাসি বিপ্লব সময় বিপ্লবীরা তিনজন রোমান ক্যাথলিক বিশপ ও প্রায় দুইশত পুরোহিতদের হত্যা করে। এই ঘটনা সেপ্টেম্বর গনহত্যা নামে পরিচিত।
- ১৮০১ - ফ্রান্সের বিরুদ্ধে ওসমানীয় ও বৃটিশ সেনাদের ব্যাপক যুদ্ধের পর অবশেষে ফরাসী বাহিনী পরাজিত হয়ে মিশর ত্যাগ করতে বাধ্য হয়।
- ১৮৭০ - ফ্রাঙ্কো-প্রুশিয়ান যুদ্ধ: সেদানের যুদ্ধে প্রুশিয়া ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ন ও তার ১০০,০০০ সৈন্যকে বন্দি করে।
- ১৯১৪ - রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গের নাম পরিবর্তন করে রাখা হয় পেট্রোগার্ড।
- ১৯৩৯ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাজি জার্মানি পোল্যান্ড আক্রমণ করে যুদ্ধের সূচনা করে।
- ১৯৩৯ - ব্রিটেনে ১৯ থেকে ৪১ বছর বয়সী পুরুষদের বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে নিয়োগ করা হয়।
- ১৯৪৫ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে শেষ হয়। টোকিও উপসাগরে জাপান আত্মসমর্পণ করে।
- ১৯৪৫ - ভিয়েতনাম ফ্রান্সের থেকে স্বাধীনতা ঘোষণা করে।
- ১৯৪৭ - ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে তমদ্দুন মজলিস নামক সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠিত হয়।
- ১৯৪৯ - জাপানি আক্রমনে চীনের চান-কিঙ-এ ১৭০০ জন নিহত হয়।
- ১৯৫৮ - চীনের প্রথম টেলিভিশন স্টেশন পিকিং-এ চালু হয়।
- ১৯৭০ - নাসা (NASA) দুইটি অ্যাপোলো(Apollo) চন্দ্র অভিযান বাতিল ঘোষণা করে।
- ১৯৮১ - বেলিজ স্বাধীনতা লাভ করে।
- ১৯৮৫ - চলচ্চিত্রকার সত্যজিৎ রায় ভারতবর্ষের অনন্য চলচ্চিত্র উৎকর্ষ কেন্দ্র নন্দন উদ্বোধন করেন।
- ১৯৯১ - যুক্তরাষ্ট্র এস্তেনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়া কে স্বীকৃতি দেয়।
- ২০০৫ - চট্টগ্রামে চিলড্রেন ক্যান্সার হোম উদ্বোধন হয়।
জন্ম
সম্পাদনা- ১৫৪৮ - ভিন্সেঞ্জো স্কামজ্জি, ইতালীয় স্থপতি।
- ১৬৭৫ - উইলিয়াম সামারভিল, ইংরেজ কবি।
- ১৭৭৮ - লুই বোনাপার্ট, ফরাসি বংশোদ্ভূত ডাচ রাজা।
- ১৮১০ - উইলিয়াম সেমুর টেইলার, মার্কিন শিক্ষাবিদ ও ইতিহাসবিদ।
- ১৮৩৮ - ভক্তিবিনোদ ঠাকুর, ভারতের বৈষ্ণবধর্মের সাধক, ধর্মগুরু, দার্শনিক। (মৃ.১৯১৪)
- ১৮৫৩ - উইলহেম অসওয়াল্ড, নোবেল বিজয়ী জার্মান রসায়নবিদ।(মৃ.০৪/০৪/১৯৩২)
- ১৮৭৭ - ফ্রেডেরিক সডি, ইংরেজ রসায়নবিদ। (মৃ. ১৯৫৬)
- ১৮৯৪ - জোসেফ রথ, অস্ট্রীয় সাংবাদিক ও লেখক।
- ১৯১৩ - বিল সাঙ্কলয়, স্কটিশ ফুটবলার ও ম্যানেজার।
- ১৯২০ - বাংলা সাহিত্যের খ্যাতনামা বাঙালি কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়।(মৃ.১১/০৭/১৯৮৫)
- ১৯২৩ -
- পার্বতীকুমার সরকার, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি ভূতাত্ত্বিক। (মৃ.১৯৯৬)
- রেনে থম, ফরাসি গণিতবিদ।
- ১৯৩৩ - ম্যাথিইয়েউ কেরেকোউ, লেবানিজ সৈনিক, রাজনীতিক ও প্রেসিডেন্ট।
- ১৯৩৮ - গিউলিয়ানো গেমা, ইতালিয়ান অভিনেতা।
- ১৯৪৮ - ক্রিস্টা মকাউলিফে, আমেরিকান শিক্ষাবিদ ও মহাকাশচারী।
- ১৯৫২ - জিমি কনর্স, প্রাক্তন মার্কিন টেনিস চ্যাম্পিয়ন।
- ১৯৬৬ - সালমা হায়েক, মেক্সিকান-মার্কিন অভিনেত্রী, পরিচালক, টেলিভিশন ও চলচ্চিত্র প্রযোজক।
- ১৯৬৭ - আন্ড্রেয়াস মোয়েলার, জার্মান সাবেক ফুটবলার ও ম্যানেজার।
- ১৯৭৭ - ফ্রেডেরিক কানোউটে, মালির সাবেক ফুটবলার।
- ১৯৮১ - ক্রিস ট্রেমলেট, ইংরেজ সাবেক ক্রিকেটার।
- ১৯৮২ - জোয়ি বার্টন, ইংরেজ সাবেক ফুটবলার।
- ১৯৮৮ - ইশান্ত শর্মা, ভারতীয় ক্রিকেটার।
- ১৯৮৮ - জাভি মার্টিনেজ, স্প্যানিশ ফুটবলার।
মৃত্যু
সম্পাদনা- ৪২১ - কনস্টানটিয়াস, রোমান সম্রাট।
- ১৮২০ - জিয়াকিং, চীন সম্রাট।
- ১৮৬৫ - উইলিয়াম রোয়ান হ্যামিল্টন, আইরিশ গণিতবিদ ও বিজ্ঞানী।
- ১৯১০ - হেনরি রুশো, ফরাসি চিত্রশিল্পী।
- ১৯১৩ - ওকাকুরা কাকুজো, জাপানের প্রখ্যাত শিল্পী ও বাংলায় বিংশ শতকের গোড়ার দিকে নব উন্মেষের সূচনাকারী। (জ.২৬/১২/১৮৬২)
- ১৯৩৩ - অনাথবন্ধু পাঁজা, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।(জ.২৯/১০/১৯১১)
- ১৯৩৭ - চট্টো নামে পরিচিত বীরেন চট্টোপাধ্যায়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কমিউনিস্ট বিপ্লবী। (জ.৩১/১০/১৮৮০)
- ১৯৪৬ - প্রমথ চৌধুরী, বাংলা ভাষার সাহিত্যিক।(জ.০৭/০৮/১৮৬৮)
- ১৯৫২ - বেণী মাধব দাস, প্রাজ্ঞ বাঙালি পণ্ডিত, শিক্ষক, দেশপ্রেমিক এবং শরৎচন্দ্র বসু, সুভাষচন্দ্র সহ আরও অনেক প্রখ্যাত ব্যক্তির শিক্ষাগুরু।(জ.২২/১১/১৮৮৬)
- ১৯৬৭ - আয়েত আলী খাঁ, উপমহাদেশের প্রখ্যাত উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী, সেতার ও সুরবাহার বাদক। (জ. ১৮৮৪)
- ১৯৬৯ - হো-চি-মিন, ভিয়েতনামের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
- ১৯৭৩ - জে. আর. আর. টলকিন, ইংরেজ ঔপন্যাসিক, ছোট গল্পকার, কবি ও ভাষাতত্ত্ববিৎ।
- ১৯৯১ - আলফান্সো গার্সিয়া রোব্লেয়া, নোবেল পুরস্কার বিজয়ী মেক্সিকান রাজনীতিবিদ ও কূটনীতিক।
- ১৯৯২ - বারবারা ম্যাকলিন্টক, নোবেলজয়ী মার্কিন জীববিজ্ঞানী।
- ১৯৯৬ - মাহমুদ হাসান গাঙ্গুহী, ভারতীয় দেওবন্দি ইসলামি পণ্ডিত ও মুফতি।
- ১৯৯৭ - ভিক্টর ফ্রাঙ্কেল, অস্ট্রিয়ান নিউরোলজিস্ট।
- ২০০১ - ক্রিশ্চিয়ান বার্নার্ড, দক্ষিণ আফ্রিকার কার্ডিওথোরাসিক সার্জন যিনি বিশ্বে প্রথম মানব হৃদপিণ্ড প্রতিস্থাপন করেন। (জ.১৯২২)
- ২০০৯ - ইয়েদুগুরি সন্দিন্তি রাজশেখর রেড্ডি, ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
- ২০১০ - দিলীপ রায়,ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা। (জ.১৯৩১)
- ২০১৩ - রোনাল্ড কোসে, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ বংশোদ্ভূত আমেরিকান অর্থনীতিবিদ ও লেখক।
- ২০১৪ - নরম্যান গর্ডন, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।
- ২০২১ - ভারতীয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। (জ. ১২/১২/১৯৮০)
ছুটি ও অন্যান্য
সম্পাদনা- ভিয়েতনামের জাতীয় দিবস
- বিশ্ব নারিকেল দিবস
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে ২ সেপ্টেম্বর সংক্রান্ত মিডিয়া রয়েছে।
বিবিসি: এই দিনে (ইংরেজি)
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |