সেন্ট ফিলিপস্ হাই স্কুল অ্যান্ড কলেজ

সেন্ট ফিলিপস্ হাই স্কুল এণ্ড কলেজ বাংলাদেশের দিনাজপুর জেলায় ক্যাথলিক মিশনারীদের দ্বারা পরিচালিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান। ১৯৩০ সালে শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়।[] এটি দিনাজপুরের ১মাইল দক্ষিণে জেলাবোর্ড রাস্তার সংলগ্ন পশ্চিমপার্শে কসবা মহল্লায় অবস্থিত। প্রথম দিকে এর নাম ছিল এম.ই (Minor English)।সেময়ে যতীন্দ্রনাথ দে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ১৯৪৮ সালে মাইনর ইংলিশ স্কুলটি হাই স্কুলে রূপান্তর করা হয়। সে সময়ে স্কুলটির নাম পরিবর্তন করা হয় এবং নাম দেওয়া হয় সেন্ট জেভিয়ার স্কুল।২০১০ খ্রিষ্টাব্দে একদাশ ও দ্বাদশ শ্রেণি খোলার অনুমতি পাওয়ায় এর নামকরণ করা হয় সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ।

এই বিদ্যালয়ের অধ্যক্ষ জনাব ব্রাদার কাজল লিনুস কস্তা,সিএসসি

উপাধ্যক্ষ জনাব ব্রাদার বিকাশ কস্তা,সিএসসি

সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ
মিশন স্কুল
অবস্থান
মানচিত্র
কসবা,সদর,দিনাজপুর

তথ্য
ধরনমিশনারি
নীতিবাক্য"শৃঙ্খলা আমাদের অহংকার,মানবতা আমাদের অহংকার,দেশ প্রেম আমাদের অঙ্গীকার এবং মানবতা আমাদের ব্রত
প্রতিষ্ঠাকাল১৯৫১
ইআইআইএন১২০৭২৩ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
অধ্যক্ষব্রাদার কাজল লিনুস কস্তা,সিএসসি
শিক্ষকমণ্ডলী১৮৩ (অস্থায়ী হিসেবে কাজ করে-৩৯ জন)
শ্রেণিনার্সারি থেকে দ্বাদশ
শিক্ষার্থী সংখ্যা২০০০ জন (প্রায়)
ক্যাম্পাসের ধরনঅনাবাসিক ও আবাসিক
ওয়েবসাইটspscdnj.edu.bd

ইতিহাস

সম্পাদনা

১৯৩০ সালে রোমান ক্যাথলিক মিশনারীরা মাইনর ইংলিশ স্কুল নামে কসবায় প্রাথমিক শিক্ষা কার্যক্রম শুরু করে। বিদ্যালয়টি পরবর্তীকালে শিশু শ্রেণী থেকে ৬ষ্ঠ শ্রেণী পর্যন্ত পাঠদান শুরু করলেও প্রথমদিকে আদিবাসী শিশুদেরকেই প্রাধান্য দেওয়া হত। ১৯৪৮ সালে সপ্তম শ্রেণী পাঠদান ব্যবস্থা চালু করার পর বিদ্যালয়টি মাধ্যমিক বিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে এবং পরবর্তীতে দশম শ্রেণী পর্যন্ত যুক্ত করে ১৯৫১ সালে নাম পরিবর্তন করে “সেণ্ট ফিলিপস্ হাই স্কুল” নামে আত্মপ্রকাশ করে।

বর্তমানে সেন্ট ফিলিপস্ হাই স্কুল এণ্ড কলেজে পাঁচটি শাখা রয়েছে।

  • প্রাথমিক শাখা: কেজি - পঞ্চম শ্রেণী পর্যন্ত (সকাল : ৭.৩০ - ১০.৩০)।
  • ইংলিশ ভার্সন: প্রাথমিক শাখার সময়সূচি মোতাবেক।
  • অবৈতনিক শাখা : মাধ্যমিক ও কলেজ শাখার ছুটির পর হতে সূর্যাস্ত পর্যন্ত।
  • মাধ্যমিক শাখা: সকাল ১১.০০ হতে বিকাল ৪.৪০ মি. পর্যন্ত।
  • কলেজ শাখা: মাধ্যমিক শাখার সময়সূচি মোতাবেক।
  • মাধ্যমিক শাখায় তিনটি বিভাগ বিদ্যমান: বিজ্ঞান, বাণিজ্যিক ও মানবিক।
  • কলেজ শাখায় তিনটি বিভাগ বিদ্যমান: বিজ্ঞান, ব্যবসায়শিক্ষা ও মানবিক।

বছরের বিভিন্ন সময় বিদ্যালয়টিতে মূলত তিন ধরনের রুটিন অনুসরণ করা হয়: ‘এ’, ‘বি’ ও ‘সি’ রুটিন। এছাড়াও বিদ্যালয় স্কাউট ও গার্লস ইন স্কাউটিং, গ্রন্থাগার, ল্যাবরেটরি এবং কম্পিউটার ল্যাব রয়েছে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৭ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৪