সেন্ট থমাস মাউন্ট
সেন্ট থমাস মাউন্ট (তামিল ভাষায় বরঙ্গীমালাই নামে পরিচিত) দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাই জেলার একটি অঞ্চল ও ছোট গিরিশিখর৷ এটি মূলত দক্ষিণ চেন্নাইয়ের একটি লোকালয়৷ সেন্ট থমাস মাউন্ট চেন্নাই মহানগরের গিণ্ডির নিকটবর্তী এবং চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অনতিদূরে অবস্থিত৷
সেন্ট থমাস মাউন্ট பரங்கிமலை | |
---|---|
শিখর চেন্নাইয়ের অঞ্চল | |
স্থানাঙ্ক: ১৩°০′১৮.২″ উত্তর ৮০°১১′৩৫.৯″ পূর্ব / ১৩.০০৫০৫৬° উত্তর ৮০.১৯৩৩০৬° পূর্ব | |
রাাষ্ট্র | ভারত |
রাজ্য | তামিলনাড়ু |
মহানগর | চেন্নাই |
সরকার | |
• ধরন | পুরসভা |
• শাসক | সেন্ট থমাস মাউন্ট সহ পল্লাবরম |
উচ্চতা | ৯১.৪৪ মিটার (৩০০.০০ ফুট) |
ভাষা | |
• দাপ্তরিক | তামিল |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০) |
নগর পরিকল্পনা | সিএমডিএ |
ভারতের পুরাতন সিরীয় খ্রিস্টান সম্প্রদায়ের লোকরা সেণ্ট থমাস দ্য এপোস্টলকে তাদের গীর্জার সূত্রপাত হিসাবে মনে করেন৷ খ্রিস্টীয় সপ্তদশ শতাব্দী থেকে চেন্নাইয়ের বরঙ্গীমালাই অঞ্চল ছিলো অ্যাংলো-ভারতীয়দের বাসস্থান৷ সেন্ট থমাস মাউন্টের পাদদেশে রয়েছে সেন্ট থমাস গ্যারিসন গির্জা৷
এই অঞ্চলটিতে রয়েছে চেন্নাই শহরতলি রেলওয়ের দক্ষিণ শাখার সেন্ট থমাস মাউন্ট রেলওয়ে স্টেশন৷[তথ্যসূত্র প্রয়োজন] চেন্নাই মেট্রো ও চেন্নাই এমআরটিএস একসঙ্গে এটিকে অদূর ভবিষ্যতে চেন্নাই সেন্ট্রালের পরে চেন্নাইয়ের বৃৃহত্তম পরিবহন জংশনে পরিণত করবে বলে ভবিষ্যত পরিকল্পনা রয়েছে৷[১]
ব্লক
সম্পাদনাসেন্ট থমাস মাউন্ট পূর্বে চেঙ্গলপট্টু জেলার অংশ ছিলো পরে এটি চেন্নাই জেলার একটি ব্লকে পরিণত হয়৷ সেণ্ট থমাস মাউন্ট পঞ্চায়েত সমিতির মধ্যে রয়েছে পনেরটি গ্রাম পঞ্চায়েত,[২] যথা - অগ্রমতেন, মেটবক্কম, কোয়িলমবক্কম, কাউলবাজার, মুড়িশূর, পেরুম্বক্কম, নান্মঙ্গলম, পোলিচলুর, ওট্টমবক্কম, তিরুবাঞ্চেরি, বেঙ্গাইবাসল, মধুরবক্কম, মূবরসমপেট্টাই, সীতালবক্কম৷
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Ayyappan, V (২৮ জানুয়ারি ২০১৩)। "From Tonga Stop to Transport Hub"। The Times of India। Chennai: The Times Group। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ফেব্রু ২০১৩।
- ↑ "Local Body Ward Delimitation – 2020 – Chengalpattu District | Kancheepuram District,Government of Tamilnadu | City of Thousand Temples | India" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৬।