সেঁজুতি

কাব্যগ্রন্থ

সেঁজুতি হল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বাংলা কাব্যগ্রন্থ।[১][২][৩] এটি ১৯৩৮ খ্রিষ্টাব্দে প্রকাশিত

হয়।[২][৩] এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার অন্ত্যপর্বের অন্তর্গত একটি উল্লেখযোগ্য গ্রন্থ।[৩] এতে সর্বমোট ২২-টি কবিতা রয়েছে।[৪]

উৎসর্গীকরণ সম্পাদনা

রবীন্দ্রনাথ "সেঁজুতি" কাব্যগ্রন্থটি তাঁঁর বন্ধু ডাক্তার সার্ নীলরতন সরকারকে উৎসর্গ করেন।[৫]

কবিতার তালিকা সম্পাদনা

"সেঁজুতি" কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতাগুলো হল[৪]

১. জন্মদিন

২. পত্রোত্তর

৩. যাবার মুখে

৪. অমর্ত

৫. পলায়নী

৬. স্মরণ

৭. সন্ধ্যা

৮. ভাগীরথী

৯. তীর্থযাত্রিণী

১০. নতুন কাল

১১.চলতি ছবি

১২. ঘরছাড়া

১৩. জন্মদিন

১৪. প্রাণের দান

১৫. নিঃশেষ

১৬. প্রতীক্ষা

১৭. পরিচয়

১৮. পালের নৌকা

১৯. চলাচল

২০. মায়া

২১. গগনেন্দ্রনাথ ঠাকুর

২২. ছুটি

তথ্যসূত্র সম্পাদনা

  1. "কবিতা | রবীন্দ্র রচনাবলী"rabindra-rachanabali.nltr.org। সংগ্রহের তারিখ ২০২০-০৭-০৫ 
  2. Foundation, Poetry (২০২০-০৭-০৫)। "Rabindranath Tagore"Poetry Foundation (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৭-০৫ 
  3. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, ড. দুুলাল চক্রবর্তী, জুুলাই - ২০০৭, বাণী বিতান।
  4. সেঁজুতি – রবীন্দ্র রচনাবলী
  5. "সেঁজুতি - উৎসর্গ | রবীন্দ্র রচনাবলী"rabindra-rachanabali.nltr.org। সংগ্রহের তারিখ ২০২০-০৭-০৫ 

বহিঃসংযোগ সম্পাদনা