সূর্য (অভিনেতা)

ভারতীয় অভিনেতা
(সূর্য শিবকুমার থেকে পুনর্নির্দেশিত)

সর্বনন শিবকুমার (জন্ম: ২৩ জুলাই ১৯৭৫) যিনি চলচ্চিত্র জগতে সূর্য নামেই সমধিক খ্যাত, ভারতীয় চলচ্চিত্রের একজন খ্যাতিমান অভিনেতা।[] তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে নান্দা (২০০১), কাকা কাকা (২০০৩), পিটামাগান (২০০৩), পেরাজাগান (২০০৪), গজনী (২০০৫), ভেল (২০০৭), বারনাম আয়িরাম (২০০৮), অয়ন (২০০৯) ও সিঙ্ঘাম (২০১০) উল্লেখযোগ্য। তার অভিনীত গাজনিসিংঘাম বলিউডে পুনঃনির্মিত হয়। রাম গোপাল ভার্মার রক্ত চলচ্চিত্রের (২০১০) মাধ্যমে বলিউডে তার যাত্রারাম্ভ হয়। তামিল চলচ্চিত্র শিল্পের সমালোচকেরা তাকে তামিল চলচ্চিত্র শিল্পের একজন নির্ভরযোগ্য পরিবেশনশিল্পী হিসেবে মূল্যায়ন করেছে। সমালোচকদের অভিমত সত্য কারণ তার প্রায় সকল চলচ্চিত্রই ব্লকব্লাস্টার হিট।

সূর্য
জন্ম (1975-07-23) ২৩ জুলাই ১৯৭৫ (বয়স ৪৯)[]
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেতা
পরিচিতির কারণতামিল অভিনেতা
দাম্পত্য সঙ্গীজ্যোতিকা

তার ছোট ভাই কার্ত্তিক শিবকুমারও একজন অভিনেতা। তার স্ত্রী চলচ্চিত্র শিল্পের জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা।

জন্ম ও কর্মজীবন

সম্পাদনা

সর্বনন শিবকুমার ১৯৭৫ সালে তামিল চলচ্চিত্র অভিনেতা শিবকুমার এবং তার স্ত্রী লক্সমী ঘরে সরাবরণ হিসেবে জন্মগ্রহণ করেন।তিনি পদ্মা সেসাদ্রী বালা ভবন স্কুল এবং চেন্নাই এর সেন্ট. বেদ্বের আঙ্গলো ভারতীয় উচ্চ মাধ্যমিক স্কুলে যোগ দান,এবং চেন্নাই এর লোয়োলা কলেজ থেকে বি.কম স্নাতক ডিগ্রি প্রাপ্ত করেন।সর্বনন শিবকুমারের দুই ভাইবোন আছে, এক ভাই কার্ত্তিক এবং এক বোন বৃন্দা।

সর্বনন শিবকুমার জ্যোতিকার সাথে বিবাহ করেন, যিনি তার সাথে সাতটি চলচ্চিত্রে কাজ করেছেন।এই দম্পতি,কয়েক বছর একসাথে হওয়ার পর,তারা ১১ সেপ্টেম্বর, ২০০৬ সালে একত্রে বিবাহ করেন।তাদের দুইজন সন্তান আছে,এক কন্যা দিয়া(জন্ম ১০ আগস্ট, ২০০৭) এবং এক পুত্র দেব(জন্ম ০৭ জুন, ২০১০)।

অভিনীত চলচ্চিত্র

সম্পাদনা
বছর চলচ্চিত্র ভূমিকা
১৯৯৭ নেরেকু নের সূর্য
১৯৯৮ কাধাহলে নিমান্দি চান্দ্রু
সান্ধিপ্পমা বিশয়া
১৯৯৯ পেরিয়ানা সূর্য
পুবেলাম কেট্টাউপার কৃষ্ণা
২০০০ উরিলে কালান্তাথু সূর্য
২০০১ ফ্রেন্ডস চান্দ্রু
নান্দা নান্দা
২০০২ উনানি নিনাইথু সূর্য
শ্রী শ্রী
মনুয়াম পেসিয়াধে গৌতম
২০০৪ কাকা কাকা আনবুসেল্বান
পিটামাগান শক্তি
২০০৪ পেরাজাগান কার্তিক
চীনা
আয়তা ইজাথু মাইকেল বাসান্ত
২০০৫ মায়াবী বালাবি
গজনী সাঞ্জয় রামাসামি(মানুহার)
আরু আরুমুগাম(আরু)
২০০৬ জুন আর রাজা
সিলানু অরু কাধাল গৌতম
২০০৭ বেল বেত্রিবেল,
বাসুদেব
২০০৮ খুশিলান নিজ
বারনাম আয়িরাম কৃষ্ণান,
সূর্য কৃষ্ণান
২০০৯ আয়ান দেবরাজ বেলুসুয়ামি
আধাবান মাধাবান সুব্রিয়ামানিয়াম
(আধাবান/মুরুগান)
২০১০ সিংহাম সূর্যসিংহাম
রক্ত চরিত্র সূর্যনারায়ণ রেডি
মামধান আম্বু নিজ
২০১১ নিজ
আবান ইবান নিজ
৭আম আরিবু বধিধর্ম,
আরবিন্দ
২০১২ মাত্রান আখিলান
বিম্লান
২০১৩ চেন্নাই অর নাল নিজ
সিংহাম সূর্যসিংহাম
২০১৪ নিনায়াতু ইয়ারো নিজ
আঞ্জান রাজু ভাই/কৃষ্ণ
২০১৫ মাস
২০১৬ ২৪ অ্যাথরেয়া,মনিকন্দন,সেথুরামান
২০২১ জয় ভীম রুদ্র

পুরস্কার ও সম্মাননা

সম্পাদনা
  • ২০১০ সাল পর্যন্ত অভিনেতা সূর্য ৩টি তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার ও ৩টি ফিল্ম ফেয়ার পুরস্কার এবং ১টি ইটফা পুরস্কার অর্জন করেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Dashing Suriya's birthday bash – Tamil Movie News"। IndiaGlitz। ২৪ জুলাই ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১১ 
  2. "A career high film for Surya"। Rediff। ১১ আগস্ট ২০০৩। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১২ 
  3. "Film Fare Awards 2008 announced"। Behindwoods। ১ আগস্ট ২০০৯। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০০৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা