সুশীল কুমার ধাড়া

ভারতীয় রাজনীতিবিদ তিনি ভারতের রত্ন হীরা মানিক্য তিনি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের গর্ব।

সুশীল কুমার ধাড়া (২ মার্চ, ১৯১১ - ২৮ জানুয়ারি, ২০১১) হলেন এক স্বনামধন্য ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও স্বাধীন ভারতের এক বিশিষ্ট রাজনৈতিক নেতা।

সুশীল কুমার ধাড়া
জন্ম(১৯১১-০৩-০২)২ মার্চ ১৯১১
টিকারামপুর, মেদিনীপুর জেলা, বাংলা প্রেসিডেন্সি (অধুনা পূর্ব মেদিনীপুর জেলা, পশ্চিমবঙ্গ)
মৃত্যু২৮ জানুয়ারি ২০১১(2011-01-28) (বয়স ৯৯)
মহিষাদল, পূর্ব মেদিনীপুর জেলা, পশ্চিমবঙ্গ
পেশাস্বাধীনতা সংগ্রামী, প্রাক্তন সাংসদ ও বিধায়ক
জাতীয়তাভারতীয়

১৯১১ সালের ২ মার্চ অধুনা পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের অদূরে অবস্থিত মহিষাদলের টিকারামপুরে সুশীল কুমার ধাড়া জন্মগ্রহণ করেছিলেন। স্কুলে পড়ার সময় থেকেই তিনি জড়িয়ে পড়েছিলেন রাজনীতির সঙ্গে।[] ভারত ছাড়ো আন্দোলনের সময় গঠিত তাম্রলিপ্ত জাতীয় সরকারের যুদ্ধ ও স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব পালন করেছিলেন তিনি। তমলুকের এই সমান্তরাল সরকারের "বিদ্যুৎ বাহিনী" নামক সশস্ত্র সেনাদলের সর্বাধিনায়কও ছিলেন সুশীল ধাড়া।[] ১৯৪৪ সালে ব্রিটিশ সরকার সুশীল ধাড়াকে জীবিত অথবা মৃত অবস্থায় ধরে দেওয়ার জন্য দশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করে। ব্রিটিশ আমলে তিনি বারো বছর চার মাস জেল খেটেছিলেন।[]

স্বাধীন ভারতে পশ্চিমবঙ্গ থেকে একাধিক নির্বাচনে জয়ী হন সুশীল ধাড়া। ১৯৬২,[] ১৯৬৭,[] ও ১৯৬৯ সালে[] তিনি মহিষাদল কেন্দ্র থেকে পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন এবং রাজ্য মন্ত্রিসভায় মন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন।[]

১৯৭৭ সালে তমলুক কেন্দ্র থেকে লোকসভায় নির্বাচিত হয়েছিলেন সুশীল ধাড়া।[] আশির দশকে রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিয়ে পুরোপুরি সমাজসেবায় আত্মনিয়োগ করেন তিনি।[]

২০১১ সালের ২৮ জানুয়ারি তার মৃত্যু হয়।

দ্রষ্টব্য

সম্পাদনা
  1. Kolkatar Karcha, Ananda Bazar Patrika, print edition, in Bengali, 17 August 2009.
  2. "Sushil Dhara:Dreams of '42 Sevice in '90's"। janasamachar.net.। ২০০৭-০৫-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৮-২২ 
  3. "Congress MLAs, MPs, MLCs"। Congress Party। ২০১০-১০-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৮-২২ 
  4. "Statistical Report of 1967 eelection to the Legislative Assembly of West Bengal"। State Election Commission। ২০১০-১০-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৮-২২ 
  5. "Key Highlighlights of General Election 1969 to the Legislative Assembly of West Bengal"। State Election Commission। সংগ্রহের তারিখ ২০০৯-০৮-২২ 
  6. "30 - Tamluk Parliamentary Constituency"। Election Commission of India। সংগ্রহের তারিখ ২০০৯-০৮-২২