সুলতান মুহাম্মদ কুতুব শাহ

কুতুব শাহি রাজবংশের ষষ্ঠ সুলতান

সুলতান মুহাম্মদ কুতুব শাহ (এছাড়াও বিভিন্নভাবে অনূদিত) দক্ষিণ ভারতের কুতুব শাহি রাজবংশের গোলকোন্ডা রাজ্যের ষষ্ঠ শাসক ছিলেন।

মুহাম্মদ কুতুব শাহ
কুতুব শাহি রাজবংশের ষষ্ঠ সুলতান
রাজত্ব১৬১২–১৬২৬
পূর্বসূরিমুহাম্মদ কুলি কুতুব শাহ
উত্তরসূরিআবদুল্লাহ কুতুব শাহ
জন্ম১৫৯৩
মৃত্যু১৬২৬(1626-00-00) (বয়স ৩২–৩৩)
সমাধি
দাম্পত্য সঙ্গীইবরাহিম আদিল শাহ II এর কন্যা
হায়াত বকশি বেগম (১৬০৭)
খুরশিদ বিবি
বংশধরআবদুল্লাহ কুতুব শাহ
মুহাম্মদ আদিল শাহের স্ত্রী খাদিজা সুলতানা[]
ইবরাহিম মির্জা
সুলতান কুলি মির্জা
মির্জা কামাল
প্রাসাদকুতুব শাহি রাজবংশ
পিতামুহাম্মদ আমিন
মাতাখানম আঘা
ভারতের হায়দ্রাবাদে সুলতান মুহাম্মদ কুতুব শাহের মাজার
মুহাম্মদ কুতুব শাহের সমাধি

তিনি ১৬১২ থেকে ১৬২৬ সাল অবধি রাজত্ব করেছিলেন। তিনি মুহাম্মদ কুলি কুতুব শাহের ভাস্তি ও জামাই ছিলেন, ১৬০৭ সালে মুহাম্মদ কুলির একমাত্র কন্যা হায়াত বকশি বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

প্রথম কুতুব শাহি ইতিহাস তাঁর রাজত্বকালে সংকলিত হয়েছিল। তাঁর পুত্র আবদুল্লাহ কুতুব শাহ পরে গোলকন্ডার শাহ হন।

আগা খান ট্রাস্ট ফর কালচার তেলঙ্গানার প্রত্নতত্ত্ব ও যাদুঘর বিভাগের সহযোগিতায় বিস্তৃত কবরস্থান সংরক্ষণের প্রচেষ্টা চালাচ্ছে।[]

পূর্বসূরী:
মুহাম্মদ কুলি কুতুব শাহ
কুতুব শাহি রাজবংশ
১৫৫০-১৫৮০
উত্তরসূরী:
আবদুল্লাহ কুতুব শাহ

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Islamic Culture: The Hyderabad Quarterly Review, Volumes 41-43 (1979), p. 66
  2. Nanisetti, Serish (২০২১-০৩-১২)। "Glory of Sultan Muhammad Qutb Shah tomb uncovered"The Hindu (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১৫ 

বহিঃসংযোগ

সম্পাদনা