সুলতান ব্রুনাই আন্তর্জাতিক পুরস্কার

সুলতান ব্রুনাই আন্তর্জাতিক পুরস্কার ১৯৯২ সাল থেকে ইসলামের যেকোনো শাস্ত্রে অসামান্য অবদানের জন্য অক্সফোর্ড সেন্টার অফ ইসলামিক স্টাডিজের মাধ্যমে ব্রুনাইয়ের সুলতান হাসসান আল-বলকিয়াহ কর্তৃক প্রদত্ত একটি আন্তর্জাতিক পুরস্কার।[] ইউসূফ আল-কারযাভী, আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ প্রমুখ এই পুরস্কার পেয়েছেন। ১৯৯৯ সালে ইসলামের ইতিহাস রচনায় গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার পান ভারতীয় পণ্ডিত আবুল হাসান আলী নদভী, যার তৎকালীন অর্থমূল্য ছিল ২০লাখ ভারতীয় রুপি। [] ২০১৮ সালে এটি ইসলামি অর্থনীতিতে ফোকাস করে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "International Outreach | Oxford Centre for Islamic Studies"www.oxcis.ac.uk। সংগ্রহের তারিখ ২০২১-০২-১৫ 
  2. মুহাম্মদ সালমান, মাওলানা (মে ২০০২)। আবুল হাসান আলী নদভীর জীবন ও কর্ম (পিডিএফ)। ঢাকা: আল ইরফান পাবলিকেশন্স। পৃষ্ঠা ২৩৫।