সুলতান বিন বাজাদ আল উতাইবি

সৌদি আরবের যোদ্ধা নেতা
(সুলতান বিন বাজাদ থেকে পুনর্নির্দেশিত)

সুলতান বিন বাজাদ বিন হামিদ আল উতাইবি (আরবি: سلطان بن بجاد بن حميد العتيبي) ছিলেন সৌদি আরবের সাবেক ইখওয়ান যোদ্ধাদলের নেতা। ১৯১০ থেকে ১৯২৭ সালের মধ্যে তার সেনাদল রাজা আবদুল আজিজ ইবনে সৌদকে সামরিক সহায়তা দেয়। সহকর্মী ও বন্ধু ফয়সাল আল দাউয়িশের সাথে তিনি ইখওয়ান সদস্যদের নিয়ে আল হাসা, হাইল, আল বাহা, জিজান, আসির, মক্কাজেদ্দায় সামরিক অভিযানের নেতৃত্ব দেন। নিরক্ষর হলেও তিনি ধার্মিক ছিলেন। রাজার শত্রুদের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন।

সুলতান বিন বাজাদ বিন হামিদ আল ঊতাইবি
Sultan bin Bajad bin Hameed Al-Otaibi
سلطان بن بجاد بن حميد العتيبي
সুলতান বিন বাজাদের একটি চিত্র
জন্ম১৮৭৬
মৃত্যু১৯৩১
আল আরতাউয়িয়া
আনুগত্য রিয়াদ আমিরাত (১৯১০–১৯২১)
নজদ সালতানাত (১৯২১-১৯২৬)
ইখওয়ান (১৯২৭-১৯৩০)
সেবা/শাখা ইখওয়ান
কার্যকাল১৯১০ - ১৯৩০
যুদ্ধ/সংগ্রামসৌদি আরবের একত্রীকরণ

হেজাজ বিজয়ের পর ইবনে সৌদ ও কিছু ইখওয়ান নেতারা রক্তাক্ত সংঘর্ষের দিকে এগোন। এর কারণ ছিল ইবনে সৌদ আরব উপদ্বীপের বাইরে সামরিক অভিযানে অনিচ্ছুক ছিলেন এবং আধুনিক রাষ্ট্র স্থাপনে সচেষ্ট হয়েছিলেন। আল উতাইবি ও তার সহযোগীরা একে পাপ মনে করতেন এবং ইবনে সৌদব্রিটিশদের মধ্যে হওয়া সমঝোতাকে চ্যালেঞ্জ করেন। তিনি ইবনে সৌদের বিরুদ্ধে বিদ্রোহে যোগ দেন। এমনকি সাবিলার যুদ্ধে বিদ্রোহী ইখওয়ানের পরাজয় হওয়ার পরও তিনি বিরোধিতা করে গেছেন।

মৃত্যু সম্পাদনা

সুলতান বিন বাজাদকে ১৯৩১ সালে আল আরতাউয়িয়ায় হত্যা করা হয়।

তথ্যসূত্র সম্পাদনা