সুবিদপুর পূর্ব ইউনিয়ন

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন

সুবিদপুর পূর্ব বাংলাদেশের চাঁদপুর জেলার অন্তর্গত ফরিদগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন

সুবিদপুর পূর্ব
ইউনিয়ন
৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন পরিষদ
সুবিদপুর পূর্ব চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
সুবিদপুর পূর্ব
সুবিদপুর পূর্ব
সুবিদপুর পূর্ব বাংলাদেশ-এ অবস্থিত
সুবিদপুর পূর্ব
সুবিদপুর পূর্ব
বাংলাদেশে সুবিদপুর পূর্ব ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°১২′৮″ উত্তর ৯০°৫০′৫″ পূর্ব / ২৩.২০২২২° উত্তর ৯০.৮৩৪৭২° পূর্ব / 23.20222; 90.83472 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচাঁদপুর জেলা
উপজেলাফরিদগঞ্জ উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
জনসংখ্যা (২০১১)
 • মোট২৩,৭২৪
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৬৫০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

আয়তন সম্পাদনা

সুবিদপুর পূর্ব ইউনিয়নের আয়তন ৩,৯৬৫ একর।[১]

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী সুবিদপুর পূর্ব ইউনিয়নের জনসংখ্যা ২৩,৭২৪ জন। এর মধ্যে পুরুষ ১১,০২১ জন এবং মহিলা ১২,৭০৩ জন। মোট পরিবার ৪,৮৩০টি।[১]

অবস্থান ও সীমানা সম্পাদনা

ফরিদগঞ্জ উপজেলার উত্তর-পূর্বাংশে সুবিদপুর পূর্ব ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পশ্চিমে সুবিদপুর পশ্চিম ইউনিয়ন, দক্ষিণে গুপ্টি পূর্ব ইউনিয়ন, পূর্বে হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নবড়কুল পূর্ব ইউনিয়ন, উত্তরে হাজীগঞ্জ উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়ন এবং উত্তর-পশ্চিমে হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো সম্পাদনা

সুবিদপুর পূর্ব ইউনিয়ন ফরিদগঞ্জ উপজেলার আওতাধীন ৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম ফরিদগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৩নং নির্বাচনী এলাকা চাঁদপুর-৪ এর অংশ।

শিক্ষা ব্যবস্থা সম্পাদনা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী সুবিদপুর পূর্ব ইউনিয়নের সাক্ষরতার হার ৬০.১%।[১]

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

যোগাযোগ ব্যবস্থার অন্যতম বাহন সিএজি-চালিত অটোরিক্সা। মোটরসাইকেল, বাইসাইকেল, এবং বর্ষাকালে নৌকার ব্যবহার উল্লেখযোগ্য।

খাল ও নদী সম্পাদনা

প্রধান খাল কামতা ডাকাতিয়া শাখা নদী থেকে উৎপত্তি হয়ে পনিশাইর এবং বাসারা বাজারের পাস ঘেসে তেলিসাইর এর উত্তর দিকে প্রবাহিত হয়েছে।

হাট-বাজার সম্পাদনা

ঐতিহ্যবাহী এবং উল্লেখযোগ্য হাট বাসারা বাজার, সপ্তাহে ৩দিন এই বাজারে হাট বসে।

দর্শনীয় স্থান সম্পাদনা

  • ওয়াপদা বেড়ীবাঁধ
  • সুবিদপুর ওহাব আলী পীর সাহেবের দরগা।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০ 

বহিঃসংযোগ সম্পাদনা