সুবর্ণ এক্সপ্রেস

সুবর্ণ এক্সপ্রেস (ট্রেন নং ৭০১/৭০২) বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত বাংলাদেশের একটি বিরতিহীন আন্তঃনগর ট্রেন। এটি চট্টগ্রামের চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করে।

সুবর্ণ এক্সপ্রেস
Subarna Express.jpg
সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের পুরাতন জনপ্রিয় চাইনিজ রেক
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনআন্তঃনগর (বিরতিহীন)
অবস্থাসচল
প্রথম পরিষেবা১৪ এপ্রিল ১৯৯৮; ২৫ বছর আগে (1998-04-14)
বর্তমান পরিচালকবাংলাদেশ রেলওয়ে
যাত্রাপথ
শুরুচট্টগ্রাম রেলওয়ে স্টেশন
বিরতি১টি
শেষকমলাপুর রেলওয়ে স্টেশন
ভ্রমণ দূরত্ব৩৪৬ কিলোমিটার (২১৫ মাইল)
যাত্রার গড় সময়৫ ঘণ্টা ২০ মিনিট
পরিষেবার হারপ্রতি সপ্তাহে ৬ দিন (বন্ধ: সোমবার)
রেল নং৭০১/৭০২
ব্যবহৃত লাইন
যাত্রাপথের সেবা
শ্রেণী
  • তাপানুকুল চেয়ার
  • শোভন চেয়ার
আসন বিন্যাসউন্মুক্ত (আসন একটি আরেকটির পেছনে)
ঘুমানোর ব্যবস্থানেই
খাদ্য সুবিধাঅন-বোর্ড
মালপত্রের সুবিধাওভারহেড র‍্যাক
কারিগরি
গাড়িসম্ভার
  • ১টি ৩০০০ শ্রেণীর লোকোমোটিভ
  • ৮টি তাপানুকুল চেয়ার
  • ৭টি শোভন চেয়ার
  • ১টি পাওয়ার কার
  • ২টি শোভন চেয়ার+খাবার গাড়ি+গার্ডব্রেক
ট্র্যাক গেজ১,০০০ মিলিমিটার (৩ ফুট   ইঞ্চি)
পরিচালন গতি৮০ কিমি/ঘ (সর্বোচ্চ)
ট্র্যাকের মালিকবাংলাদেশ রেলওয়ে
রক্ষণাবেক্ষণচট্টগ্রাম

সুবর্ণ এক্সপ্রেস বাংলাদেশের প্রথম বিরতিহীন আন্তঃনগর ট্রেন। ১৯৯৮ সালের ১৪ই এপ্রিল ট্রেনটি উদ্বোধন করা হয়।[১] এটি চালু হওয়ার পূর্বে বাংলাদেশের প্রথম আন্তঃনগর ট্রেন মহানগর এক্সপ্রেস ৭০১/৭০২ নাম্বারে চলাচল করতো। তবে সূবর্ণ এক্সপ্রেস ট্রেন চালু হওয়ার পর মহানগরের নাম্বার সূবর্ণকে দিয়ে দেওয়া হয়, এবং মহানগরকে ৭২১/৭২২ নাম্বার দেওয়া হয়। চট্টগ্রাম−ঢাকা রুটে এই ট্রেনের পাশাপাশি মহানগর প্রভাতী/গোধূলী এক্সপ্রেস (৭০৩/৭০৪), মহানগর এক্সপ্রেস (৭২১/৭২২), তূর্ণা এক্সপ্রেস (৭৪১/৭৪২), সোনার বাংলা এক্সপ্রেস (৭৮৭/৭৮৮), চট্টলা এক্সপ্রেস (৮০১/৮০২), ঢাকা/চট্টগ্রাম মেইল (১/২) এবং কর্ণফুলী এক্সপ্রেস (৩/৪) চলাচল করে। ২০২০ সাল অব্দি বাংলাদেশে সুবর্ণ এক্সপ্রেস, সোনার বাংলা এক্সপ্রেস ও বনলতা এক্সপ্রেস (৭৯১/৭৯২), মোট এই তিনটি বিরতিহীন আন্তঃনগর ট্রেন রয়েছে। সুবর্ণ এক্সপ্রেসের বেজ চট্টগ্রাম রেলওয়ে স্টেশন।

সময়সূচীসম্পাদনা

বাংলাদেশ রেলওয়ের সময়সূচী পরিবর্তনশীল। বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সর্বশেষ সময়সূচী যাচাই করার জন্য অনুরোধ করা হলো। নিম্নোক্ত সময়সূচীটি বাংলাদেশ রেলওয়ের ৫২তম সময়সূচী অনুযায়ী, যা ২০২০ সালের ১০ই জানুয়ারি হতে কার্যকর।[২]

ট্রেন

নং

উৎস প্রস্থান গন্তব্য প্রবেশ সাপ্তাহিক

ছুটি

৭০১ চট্টগ্রাম ০৭:০০ কমলাপুর ১২:২০ সোমবার[১][৩]
৭০২ কমলাপুর ১৬:৩০ চট্টগ্রাম ২১:৫০

বি.দ্র.: মাঝেমধ্যে বিশ্ব ইজতেমার সময় ট্রেনটি বন্ধ রাখা হয়।[৪]

যাত্রাবিরতিসম্পাদনা

২০২২ সাল অব্দি, সুবর্ণ এক্সপ্রেস শুধুমাত্র ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে বিরতি দেয়।

রোলিং স্টকসম্পাদনা

সূচনাকালে এই ট্রেনে ২৭০০২৬০০ শ্রেণীর লোকোমোটিভ ব্যবহার করা হতো। তবে পরবর্তীতে ২৯০০ শ্রেণীর লোকোমোটিভ দ্বারা প্রতিস্থাপন করা হয়। বর্তমানে একে ৩০০০ সিরিজের লোকোমোটিভ দ্বারা পরিচালনা করা শুরু হয়েছে।

পূর্বে ট্রেনটি ইরানি সবুজ-হলুদ এয়ার ব্রেকের কোচে চলাচল করতো। পরে রক্ষণাবেক্ষণের সমস্যার কারণে ২০০৭ সালে এই রেক পাল্টিয়ে চীনা সাদা এয়ার ব্রেক কোচের রেক দেওয়া হয় যার লোড ১৮/৩৬। এই ১৮টি কোচের মধ্যে ৮টি তাপানুকুল চেয়ার, ৭টি শোভন চেয়ার, ১টি তাপানুকুল চেয়ার+খাবার গাড়ী+গার্ডব্রেক, ১টি শোভন চেয়ার+খাবার গাড়ী+গার্ডব্রেক এবং ১টি পাওয়ার কার ছিলো, এবং মোট আসন ছিলো ৮৯৯টি।[৫] যাত্রীচাহিদা বৃদ্ধি পেলে (যেমন ঈদের সময়) ট্রেনটিকে ২২/৪৪ লোডে চালানো হয়। ২০১৬ সালে ট্রেনটিকে ইন্দোনেশীয় লাল-সবুজ কোচের রেক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, তবে পরে তা বাতিল করা হয়। পরে ২০২০ সালের ২০ই অক্টোবর আবারও সেই সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২০ সালের ৩রা নভেম্বর থেকে ট্রেনটি ১৮/৩৬ লোডের ইন্দোনেশীয় লাল-সবুজ এয়ার ব্রেক কোচের রেকে চলাচল করে। এই ১৮টি কোচের মধ্যে ৮টি তাপানুকুল চেয়ার, ৭টি শোভন চেয়ার, ২টি শোভন চেয়ার+খাবার গাড়ী+গার্ডব্রেক এবং ১টি পাওয়ার কার রয়েছে, এবং মোট আসন ৮৯০টি।

৭০১ এর রেক বিন্যাস (২০২০ সাল অব্দি):

(৭০২ এর ক্ষেত্রে এর বিপরীতটি হবে।)

রোলিং স্টক লোকো
শ্রেণী ৩০০০ শোভন চেয়ার+খাবার গাড়ি+গার্ড ব্রেক শোভন চেয়ার শোভন চেয়ার শোভন চেয়ার শোভন চেয়ার শোভন চেয়ার শোভন চেয়ার শোভন চেয়ার তাপানুকুল চেয়ার তাপানুকুল চেয়ার তাপানুকুল চেয়ার পাওয়ার কার তাপানুকুল চেয়ার তাপানুকুল চেয়ার তাপানুকুল চেয়ার তাপানুকুল চেয়ার তাপানুকুল চেয়ার শোভন চেয়ার+খাবার গাড়ি+গার্ড ব্রেক
কোড এমইআই-২০ WECDR WEC WEC WEC WEC WEC WEC WEC WJCC WJCC WJCC WPC WJCC WJCC WJCC WJCC WJCC WECDR
আসন সংখ্যা - ১৫ ৬০ ৬০ ৬০ ৬০ ৬০ ৬০ ৬০ ৫৫ ৫৫ ৫৫ ৫৫ ৫৫ ৫৫ ৫৫ ৫৫ ১৫

দুর্ঘটনাসম্পাদনা

  • ১২/০৮/২০০৪: হরতাল চলাকালে ভৈরব বাজার জংশনে সুবর্ণ এক্সপ্রেসে অগ্নিসংযোগ করা হয়। এতে ১২টি কোচ ভস্মীভূত হয়। স্টেশন নিয়ন্ত্রণ কক্ষ ভাংচুর করা হয়। সকাল ১১টা ৩০ মিনিটে ভৈরব রেল সেতুর অদূরে দুষ্কৃতিকারীরা ব্যারিকেড সৃষ্টি করে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেন গতিরোধ করে অগ্নিসংযোগ করে।[তথ্যসূত্র প্রয়োজন]
  • ০৭/০৫/২০১৩: চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ৫ নং প্ল্যাটফর্মে দাঁড়ানো সুবর্ণ এক্সপ্রেসে ভোর ৪টা ৫০ মিনিটে আগুন ধরিয়ে দেয় দূর্বৃত্তরা। এতে ট্রেনের দুটি কোচ পুড়ে যায়, ক্ষতিগ্রস্ত হয় ৫টি কোচ। রেলওয়ে পুলিশ ও দমকল বাহিনীর যৌথ প্রচেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
  • ০৫/০২/২০১৪: চট্টগ্রামের পাহাড়তলী লোকোসেডের সামনে সিগন্যাল ভুলের কারণে লাইন অতিক্রম করার সময় সকাল ৬টা ৪৫ মিনিটে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের লোকোমোটিভ লাইনচ্যুত হয়। এতে ট্রেনের কোনো ক্ষয়ক্ষতি বা কোনো যাত্রীর হতাহতের ঘটনা ঘটেনি। প্রায় দুই ঘণ্টা পর ট্রেনটি উদ্ধার করা হয়।[৬]
  • ১৫/০৩/২০১৮: বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকার বনানী রেলওয়ে স্টেশনের কাছে মহাখালী আমতলী এলাকায় চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেসের গ ও ঘ কোচের সংযোগস্থলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি। পরে রেলওয়ের কর্মী, যাত্রী ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনায় কেউ হতাহত হননি।[৭]
  • ০৭/০১/২০২০: চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেসে সন্ধ্যা ৬টার দিকে কুমিল্লার গোমতি ব্রিজ এলাকায় পাথর নিক্ষেপের ঘটনায় ৪ জন যাত্রী আহত হয়েছেন।[৮]
  • ০১/০৩/২০২০: লাকসাম জংশন রেলওয়ে স্টেশন অতিক্রমকালে ট্রেনটির ৬৫০৮ নং তাপানুকুল চেয়ার কোচের বগিতে চাকা ও স্প্রিং-এর মধ্যে সংঘর্ষের ফলে এক্সেল গরম হয়ে গেলে কোচটিতে আগুন লাগে। ফলে ট্রেনটিকে দ্রুত থামাতে হয়। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।[৯][১০][১১]

চিত্রশালাসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. "সুবর্ণ-সোনার বাংলা: সাপ্তাহিক বন্ধের দিন পরিবর্তন"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২০২০-০৭-১৫। সংগ্রহের তারিখ ২০২০-১০-১১ 
  2. "সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, টিকেট ও ভাড়ার তালিকা"আমার ট্রেন। ২০২০-০৩-১৫। সংগ্রহের তারিখ ২০২০-১০-১৯ 
  3. "সুবর্ণ এক্সপ্রেস ও সোনার বাংলার সাপ্তাহিক বিরতি পরিবর্তন হচ্ছে"দৈনিক প্রথম আলো। ২০২০-০৭-১১। সংগ্রহের তারিখ ২০২০-১০-১১ 
  4. "১২ জানুয়ারি বন্ধ থাকবে সুবর্ণ এক্সপ্রেস"বাংলাদেশ টাইমস। ২০২০-০১-০৬। সংগ্রহের তারিখ ২০২০-১০-১৯ 
  5. "ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ছাড়লো সুবর্ণ এক্সপ্রেস"ডিবিসি নিউজ। ২০২০-০৫-৩১। সংগ্রহের তারিখ ২০২০-১০-১৯ 
  6. "সুবর্ণ এক্সপ্রেস দুই ঘণ্টা পর উদ্ধার"risingbd.com। ২০১৪-০২-০৫। সংগ্রহের তারিখ ২০২০-১০-১৯ 
  7. "আগুন নেভানোর পর সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রামের পথে"RTV NEWS। ২০১৮-০৩-১৫। সংগ্রহের তারিখ ২০২০-১০-১৯ 
  8. "কুমিল্লায় সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ, আহত ৪"দৈনিক অধিকার। ২০২০-০১-০৮। সংগ্রহের তারিখ ২০২০-১০-১৯ 
  9. "সুবর্ণ এক্সপ্রেসের বগিতে আগুন"বাংলা ট্রিবিউন। ২০২০-০৩-০১। সংগ্রহের তারিখ ২০২০-১০-১১ 
  10. "সুবর্ণ এক্সপ্রেসের বগিতে আগুন, অল্পের জন্য রক্ষা"ঢাকা ট্রিবিউন। ২০২০-০৩-০১। সংগ্রহের তারিখ ২০২০-১০-১৯ 
  11. "সুবর্ণ এক্সপ্রেসের বগিতে আগুন: অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা"UNB। ২০২০-০৩-০১। সংগ্রহের তারিখ ২০২০-১০-১৯ 

বহিঃসংযোগসম্পাদনা